নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
সরকারী দপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় শিশু অংশগ্রহণ বিষয়ে শিশুদের সচেতন করার বিষয়ে উদ্যোগী হলো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডন বস্কো স্কুল।
ডন বস্কো স্কুল,খড়্গপুর শাখার উদ্যোগে “শিশু অংশগ্রহণ” বিষয়ে একদিনের একটি কর্মশালা
অনুষ্ঠিত হলো ডন বস্কো স্কুলে।
মঙ্গলবার সকালে ডন বস্কো আয়োজিত এই কর্মশালা পরিচালনা করার জন্য স্কুল কর্তৃপক্ষ জেলা শিশু সুরক্ষা দপ্তরের এবং মেদিনীপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড এডভেঞ্চার এসোসিয়েশনের অভিজ্ঞ ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানানো হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা শিশু সুরক্ষা বিভাগের জয়ন্ত সিনহা, মেদিনীপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড এডভেঞ্চার এসোসিয়েশনের সভাপতি পূর্ণেন্দু শেখর কালি, সম্পাদক গৌতম ভকত, শিক্ষক অরিন্দম দাস, অভিজিৎ দে, শুভ্রাংশু শেখর সামন্ত প্রমুখ বিশিষ্ট জনেরা।
শতাধিক ছাত্র-ছাত্রী এবং দশ জন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে শুরু হয় কর্মশালা। এদিনের কর্মশালার শুরুতে মেদিনীপুর অটোমোটিভ স্পোর্টস এন্ড এডভেঞ্চার এসোসিয়েশনের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষক অরিন্দম দাস ‘শিশু অংশগ্রহণ’ বিষয়টি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। মূলত শিশুর অধিকার, শিশুর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়ে শিশুদের অংশগ্রহণ করার স্বাধীনতা এবং উৎসাহ প্রদানের উপর আলোকপাত করেন তিনি। শিশুরা যাতে পারিবারিক, সামাজিক সকল স্তরেই নিজেদের মতামত প্রকাশ করতে পারে সেদিকটি নিশ্চিত করতে হবে পরিবার তথা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদেরকেই।
কর্মশালায় জেলা শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক জয়ন্ত সিনহা শিশু সুরক্ষা এবং এই সংক্রান্ত সরকারি বিভিন্ন আইন কানুন নিয়ে বিস্তৃত আলোচনা করেন।
বিদ্যালয়ের অধ্যক্ষা মৌসুমী মুখার্জি জানান যে,বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে কর্মশালার আয়োজন হয়ে থাকলেও এই ধরণের কর্মশালা এই প্রথম।
ছাত্র ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
আরও পড়ুনঃ অঙ্গদানে ফের নজির বর্ধমানে
কর্মশালার শেষে বিদ্যালয়ের এক ছাত্র জানান,আজকের কর্মশালা ছিল বেশ উৎসাহ ব্যঞ্জক। শিশুর অধিকার নিয়ে এমন অনেক কিছু বিষয় আজ জানতে পারলাম, যা বাস্তবে আছে বলেই বিশ্বাস করতাম না। বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শিক্ষক-শিক্ষিকারা বলেন এমন কর্মশালা বিদ্যালয়ে নিয়মিত হলে ছাত্রছাত্রী সহ সকলেই অনেক উপকৃত হবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584