শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
জলে ডুবে সাড়ে ছয় বছরের এক শিশুর মৃত্যুর ঘটনায় রহস্য দানা বেঁধেছে। রাজ সরকার নামে মৃত শিশুর পিতা স্বরুপ সরকারের অভিযোগ, স্ত্রী পরকীয়ার কারণে পথের কাঁটা সরিয়ে দিতে ছেলেকে খুন করেছে। যদিও মা লিপি বর্মন সরকার অভিযোগ ভিত্তিহীন বলে জানান, দুর্ঘটনায় জলে ডুবে মৃত্যু হয়েছে তার ছেলের।
জানা গিয়েছে ১০ বছর আগে মালদার মঙ্গল বাড়ির বাসিন্দা স্বরূপ সরকারের সাথে বিয়ে হয় দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অর্জুনপুরের বাসিন্দা লিপি বর্মনের।
স্বরূপ সরকারের অভিযোগ, তার স্ত্রীর পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। বেশ কিছুদিন ধরে তার স্ত্রী বাপের বাড়ি তপনের অর্জুনপুরে থাকে। গতকাল অর্জুনপুরের একটি পুকুরে ডুবে মৃত্যু হয় তাদের সাড়ে ছয় বছরের ছেলে রাজ সরকারের।
স্বরুপ সরকারের অভিযোগ, পথের কাঁটা সরাতেই ছেলেকে জলে ডুবিয়ে মারা হয়েছে। যদিও এ বিষয়ে তপন থানা মৌখিক অভিযোগ জানালেও এখনো লিখিত অভিযোগ করেননি।
আরও পড়ুনঃ অটো-ট্রেকারের সংঘর্ষে আহত ৫
অপরদিকে মৃত শিশুর মা লিপি বর্মন সরকার জানান গতকাল বাড়ির পাশে পুকুরের ছেলে জলে ডুবে মৃত্যু হয়।
এদিন বালুরঘাট জেলা হাসপাতালে মৃত শিশুর ময়নাতদন্ত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584