শিশু সুরক্ষা বিষয়ক কর্মসূচির আয়োজন বহরমপুরে

0
47

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

শনিবার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিট-সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের পক্ষ থেকে কন্যাশ্রী নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক একটি ওরিয়েন্টেশন কর্মসূচির আয়োজন করা হয় বহরমপুর রবীন্দ্রসদনে।

child safety workshop in baharampur | newsfront.co
উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ। নিজস্ব চিত্র

অনুষ্ঠানে ৩০০ স্কুলের কন্যাশ্রী মডেল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। এছাড়া মঞ্চে উপবিষ্ট ছিলেন বিভিন্ন স্বাস্থ্য, শিক্ষা, পঞ্চায়েত, আইসিডিএস এবং স্বেচ্ছাসেবী সংস্থা পদাধিকারীরা।

আরও পড়ুনঃ ভগবানগোলা ব্লকে জনসাধারণের সুবিধার্থে ছুটির দিনে কাজ শুরু

শিশু সুরক্ষা বিষয়ক কর্মসূচিকে সফল ভাবে রূপায়িত করতে কেবলমাত্র যে শিশুদের শারীরিক নির্যাতন থেকে রক্ষা করাই যথেষ্ট নয়, তা এ দিনের কর্মসূচিতে বলা হল। শিশুরা যাতে জীবনের পথে নির্ভয়তার সাথে এগিয়ে যেতে পারে, সেদিকেও নজর রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্যের ৮ জেলায় ‘ভায়োলেন্স এগেনস্ট চিলড্রেন’ এর উপর একটি পরিকল্পনা করা হচ্ছে। কর্মসূচি শুরু হয়ে গেছে, আগামী দিনে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিদের এই প্রযুক্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। সূত্রের খবর, জেলার ৪১৬১ গ্রাম পঞ্চায়েতে শিশু সুরক্ষা কর্মসূচি শুরু হয়ে গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here