মনিরুল হক, কোচবিহারঃ
ফের শিশু নির্যাতনের অভিযোগ উঠল মাথাভাঙ্গায়। এই ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে মাথাভাঙ্গা হাজরার হাট গ্রাম পঞ্চায়েতের পক্ষিহাগা এলাকায়। অভিযোগ একটি ৪ বছরের শিশুকে কুল খাবার লোভ দেখিয়ে তার সাথে অশালীন আচরণ করা হয়। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়ায় ওই এলাকায়।

জানা গেছে প্রতিবেশী বল্লোভ সরকার নামে এক ব্যক্তি কুল খাবার নাম করিয়ে দুই শিশুকে বাড়ি থেকে দূরে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। এদের মধ্যে একজন পালিয়ে এলে ঘটনার জানাজানি হয়।
ওই শিশু বাড়িতে এসে পরিবারের লোকজনকে ঘটনার কথা বললে তারা ছুটে গিয়ে ভুট্টা ক্ষেত থেকে নির্যাতিতা শিশুটিকে উদ্ধার করে।

পরে গ্রামবাসীরা বল্লভ সরকারকে গণধোলাই দিয়ে তাকে গাছে বেধেও রাখা হয়।এরপর পুলিশকে খবর দিলে মাথাভাঙ্গা থানার পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ কালনা মহকুমা হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
পরে স্থানীয়রা মাথাভাঙ্গা থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ করে। স্থানীয়দের দাবী এবিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন। স্থানীয় গ্রামবাসী হিমল বর্মণ বলেন, বল্লভ এর আগেও একাধিক বার এধরণের কাজ করেছে। তার এই অমানবিক কাজের জন্যে এলাকার সম্মান নষ্ট হচ্ছে। তাই আমরা এধরণের মানুষের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি।
নির্যাতিতা পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবি করা হয়। সম্প্রতি এই মহকুমার নিশিগঞ্জ এলাকায় শিশু নির্যাতনের ঘটনা ঘটেছিল। ধারাবাহিক ভাবে এধরণের ঘটনায় উদ্বিগ্ন ওই এলাকার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584