অমৃতা চন্দ,কোচবিহারঃ
শহরের প্রানকেন্দ্র দিনহাটা উচ্চ বিদ্যালয়ে কোচবিহার জেলা কিশোর বাহিনীর তিন দিনের আাবসিক দ্বাদশ জেলা শিবির চলছে। সুকান্ত ভট্টাচার্যের হাতে তৈরি করা সংগঠন কিশোর বাহিনী ৭৬ বছরে পর্দাপন করছে। তাই সুকান্তে ছাড়পত্রে অংশবিশেষ
“এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ”
পাথেও করেই মাঠে মাঠে কাজ করে চলেছে কিশোর বাহিনী। কোচবিহার জেলা কিশোর বাহিনীর দ্বাদশ জেলা শিবিরে উপস্থিত রয়েছেন কিশোর বাহিনীর রাজ্যের মুখ্য সংগঠক পীযুষ ধর, জেলা মুখ্য সংগঠক সৌভিক ভৌমিক, রুকসানা বেগম, সৌরভ সাহা ও শিবির প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক শুভ্রলোক দাশ ও জয় চৌধুরী।
২৭ ডিসেম্বর সুসজ্জিত শোভাযাত্রা সারা শহর পরিক্রমার মধ্য দিয়ে শিবিরের কর্যক্রম শুরু হয়। এই শিবিরে তিনদিন ধরে সংগীত, নৃত্য, আবৃত্তি, অঙ্কন চর্চা পাশাপাশি কিশোর কিশোরী দের ক্যরাটে, মর্শাল আর্ট ও সেল্ফ ডিফেন্সের ট্রেনিং দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে এনআরসি-সিএএ বিরোধী অবস্থান কর্মসূচি
২৯ তারিখ পর্যন্ত এই আাবসিক শিবির চলবে। ৫১ ঘন্টার এই শিবির সাথীদের জন্য ক্যাম্প দিয়ে সহযোগিতা করেছে বিএসএফ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১৫৬ জন কিশোর কিশোরী শিবিরে অংশ নিয়েছে।
আগামী দিনের শৈশব কাল মাঠমুখি করতে ও পিছিয়ে পরা অংশের কিশোর -কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এই শিবির।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584