পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জ’র ‘উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থা’ র উদ্যোগে সংস্থার নিজস্ব সুপ্রভা নাট্য ভবনে ১৭ই জুন থেকে শুরু হল ছয়মাস ব্যাপী শিশু-কিশোর নাট্য কর্মশালা।
মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার সভাপতি শ্রী রবীন্দ্রনাথ কুন্ডু।স্বাগত ভাষণে শ্রী কুন্ডু বলেন যে,আগামী প্রজন্মকে নাটকের প্রতি আগ্রহী করে তুলতেই এই কর্মশালা।সংস্থার সদস্যদের দ্বারা উদ্বোধনী সংগীত পরিবেশনের পর সদ্য প্রয়াত নাট্য ব্যক্তিত্ব গিরিশ কার্নাডের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর একে একে কালিয়াগঞ্জের বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রী দীপক পাল, শ্রীমতি দুলালী সাহা এই কর্মশালার গুরুত্ব এবং তাদের অভিজ্ঞতার কথা সকলের সামনে তুলে ধরেন।সংস্থার সম্পাদক শ্রী অরিন্দম ঘোষ এই কর্মশালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন যে,আগামী ছয় মাস প্রতি রবি ও সোমবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে এই কর্মশালা।এছাড়া ছুটির দিনগুলোতে মাঝে মাঝে সারাদিন কাজ হবে।
তিনি আরও জানান যে, সংস্থার সদস্যদের পাশাপাশি কলকাতা,কল্যাণী, কোচবিহার,জলপাইগুড়ি, কুশমন্ডি প্রভৃতি জায়গা থেকে বিখ্যাত নাট্য ব্যক্তিগণ বিভিন্ন সময়ে এই কর্মশালায় প্রশিক্ষণ দেবেন।অভিভাবক ও শিক্ষার্থীদের এই কর্মশালা নিয়ে উৎসাহ ছিল লক্ষ্যণীয়। প্রাথমিকভাবে ৩০( ত্রিশ) জন নিয়ে এই কর্মশালা শুরু করার কথা থাকলেও অভিভাবকদের ও শিক্ষার্থীদের আগ্রহে ইতিমধ্যেই তা চল্লিশ ছুঁয়েছে।
আরও পড়ুনঃ নৃত্যানুষ্ঠানে এক মনোজ্ঞ সন্ধ্যা উপহার
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক শ্রী তপন মজুমদার জানান যে অভিভাবকদের এই উৎসাহ তাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584