মনিরুল হক, কোচবিহারঃ
বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলের ৯০ জন শিশুদের মেলা ঘুরিয়ে সার্কাস দেখালেন সদর মহকুমাশাসক। বুধবার মহকুমাশাসকের উদ্যোগে দুটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মেলা ঘোরানো ও সার্কাস দেখানো হয়। এদিন বিদ্যালয়ের শিক্ষকদের সাথে তাঁরা মেলায় ঘোরেন। এদিনের এই কর্মসূচীকে ঘিরে ওই ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পরার মতো।
বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলের ছাত্র তন্ময় দাস জানায়, এখানে এসে তাঁর খুব ভালো লেগেছে। সে আরও জানায়, তাঁর উঁচু থেকে লাফ দেবার খেলা দেখতে খুবই ভালো লাগে।
সদর মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, রাসমেলার আনন্দ থেকে এই শিশু গুলিও যাতে বঞ্চিত না হয় তাই তাদের এই উদ্যোগ।
বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুরাও যাতে মেলার আনন্দ উপভোগ করতে পারে তাই প্রশাসন, দেবর্ত্র স্ট্রাস্ট বোর্ড ও পৌরসভা ব্যবস্থা গ্রহণ করে। এদিন পৌরসভার পক্ষ থেকে এই শিশুদের জন্য টিফিন খাওয়ানোর ব্যবস্থা করা হয়।পরে মদনবাড়ি ঘুরে সেখানে তাঁরা ভোগ গ্রহণ করে বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584