কচিকাঁচাদের দীপাবলি উৎযাপন

0
67

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
কালীপূজো,দিপাবলী উৎসব মানেই যেন বাচ্চাদের আনন্দের কোনো সীমা থাকে না।কেউ নতুন জামাকাপড় নিয়ে মেতে থাকে,কেউ কেউ কি ধরনের বাজি কিনবে তা নিয়েই ব্যাস্ত,আবার কেউ ইট,কাদা দিয়ে বাড়ি ও নানান ধরনের জিনিস বানাচ্ছে।ঠিক এমনই এক ঘটনা চোখে পড়লো গোপীবল্লভপুর বেলিয়াবাড়া ব্লকের তপশিয়া অঞ্চলের বালিয়া গ্রামে।

বাড়ি করতে ব্যস্ত। নিজস্ব চিত্র

ইট,কাদা,রং দিয়ে তৈরি করছে নানান ধরনের মন ভালো করা জিনিস।মা-বাবা বকলেও শোনার নাম নেই কারন দিপাবলী আসছে।তাড়াতাড়ি ভালো না করতে পারলে আর একজনের টা ভালো হয়ে যাবে। তখন আবার মন খারাপ।পড়াশোনা, খাওয়াদাওয়া, এর মাঝেই একটু সময় পেলেই মাটি দিয়ে তৈরি করছে নানান জিনিস।

স্বপ্নের বাড়ির নির্মাণ। নিজস্ব চিত্র

তারা জানায় যে কালীপূজোর দিন এই মাটির তৈরি বাড়িটিতেই তারা দিপাবলী উদযাপন করবে।

আরও পড়ুনঃ মা কালীর গলায় প্লাস্টিক জবার মালা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here