নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা পরিস্থিতির জেরে উত্তর দিনাজপুর জেলায় শিশু ও প্রসূতিদের টিকাকরণ কর্মসূচি থমকে গিয়েছে। যদিও এ নিয়ে বিভিন্ন হাসপাতালের সুপার ও জেলার স্বাস্থ্য কর্তারা জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে টিকাকরণ কর্মসূচি চালানো সম্ভব হচ্ছে না বলেই, তা স্থগিত রাখা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যেসব টিকা শিশুদের নির্দিষ্ট বয়সের সময় সীমার মধ্যে নিতে হয়।
তাদের ক্ষেত্রে কী সমস্যা হবে? তবে এ নিয়ে উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান সাফ জানিয়েছেন, “এবার থেকে হাসপাতালে ভিড় এড়াতে আশা কর্মী, এএনএম এবং জিএনএম-রা বাড়ি বাড়ি যাবেন টিকাকরণ করাতে। তবে চেষ্টা করা হচ্ছে খুব তাড়াতাড়ি তা চালু করার”।
আরও পড়ুনঃ লকডাউনের খবর সংগ্রহে নিগৃহীত শিলিগুড়ির দুই সংবাদকর্মী
তবে অপরদিকে ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার নারায়ণ মিদ্যা বলেন, “জন্মের পরপর দেওয়া টিকাকরণ যথারীতি হচ্ছে। নির্দিষ্ট বয়স পর্যন্ত টিকাকরণও যাতে স্বাভাবিকভাবে হয়, আমরা সেই চেষ্টা করছি”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584