করোনার দাপট আরও বাড়ল, চিনে ‘গৃহবন্দি’ ৪০ লক্ষ মানুষ

0
88

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

করোনা ভাইরাসের দাপটে আবারও নাজেহাল অবস্থা চিনের। সেদেশের একাধিক প্রদেশে ফের করোনা সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। সেই কারণে মঙ্গলবার চিনের একটি শহরে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। চিনের ওই লানঝউয়ে শহরে প্রায় ৪০ লক্ষ মানুষ এখন ‘গৃহবন্দি’।

Corona virus
প্রতীকী চিত্র

সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় মঙ্গলবার থেকে চিনের উত্তর-পশ্চিম শহর লানঝউয়ে লকডাউন জারি করা হয়েছে। ওই এলাকায় করোনার একটি স্থানীয় ভ্যারিয়েন্ট দেখা দেওয়ায় উদ্বেগে রয়েছে প্রশাসন। ফলে দ্রুত বিধিনিষেধ জারি করা হয়েছে ওই শহরে। এ বিষয়ে প্রশাসনের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ ডেল্টার পর এবার AY.4.2, দেখা মিলল ভারতের ৭ জনের দেহে

সেই বিবৃতিতে বলা হয়েছে, লানঝউয়ের সমস্ত বাসিন্দাই যেন ঘরে থাকেন। অত্যন্ত জরুরি কোনও প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ি থেকে না বের হন। এমনকি বাসিন্দাদের ঘরে প্রবেশ ও বাইরে যাওয়ার উপরও কড়া নজর রাখবে প্রশাসন। কেবলমাত্র চিকিৎসা ও অত্যাবশ্যকীয় সামগ্রী কিনতে খুব অল্প সময়ের জন্য বাড়ি থেকে বেরতে পারবেন চিনের ওই শহরের বাসিন্দারা।

আরও পড়ুনঃ কোমর্বিডিটি থাকা শিশুদের বিনামূল্যে করোনা টিকা দেওয়ার ঘোষণা অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম চিনের ইউভানেই করোনা ভাইরাসের আগমন ঘটে। তারপর ধীরে ধীরে সারা বিশ্বে প্রভাব ফেলতে শুরু করে এই মারণ ভাইরাস। বিশ্বজুড়ে এই ভাইরাস অতিমারির রূপ নেয়। তবে চিন-ই একমাত্র দেশ, যে দ্রুত এই সংক্রমণের হাত থেকে রক্ষা পায়। কিন্তু ২০২১-এর অক্টোবরে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। রক্তচক্ষু নিয়ে আবারও চিনের একাধিক প্রদেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। তাই এবার পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই কড়া ব্যবস্থা নিয়েছে চিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here