নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
মানুষের পর এবার চাঁদে রোবটিক্স মহাকাশ যান পাঠাল চিন। চাঁদের নুড়ি ও মাটি সংগ্রহ করে আনার জন্যই ইতিহাসে প্রথম এমন মিশনে বেজিং চন্দ্রপৃষ্ঠে রোবটিক্স মহাকাশ যান পাঠাল। প্রায় চার দশক পর চাঁদের বুকে কোনও মহাকাশ যান নামবে আর নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফেরত আসবে। মঙ্গলবার সেই মহাকাশ যান উৎক্ষেপণ করেছে চিনা মহাকাশ গবেষণা কেন্দ্র।
৮২০০ কেজি ওজন বিশিষ্ট এই বিশেষ চন্দ্রযানের রয়েছে দুটি যান। একটি ল্যান্ডার এবং একটি অ্যাসেন্ডার। আগামী আট দিনের মধ্যে এই চন্দ্রযান চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে। প্ল্যানমাফিক সবকিছু হলে ল্যান্ডারের রোবটিক হাত চন্দ্রপৃষ্ঠ থেকে নুড়িপাথর ও মাটি সংগ্রহ করে অ্যাসেন্ডারকে হস্তান্তর করবে।
আরও পড়ুনঃ বিশ্বে প্রথম, মহিলাদের জন্য বিনামূল্যে স্যানিটারি প্যাড দেবে স্কটল্যান্ড সরকার
লং মার্চ-৫ নামে চিনের বৃহত্তম ক্যারিয়ের রকেট চ্যাংয়ে-৫ নামে বিশেষ মহাকাশ যান নিয়ে মঙ্গলবার ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে ভোর সাড়ে চারটে নাগাদ উৎক্ষেপণ হয়। লঞ্চ কমান্ডার ঝ্যাং জিউয়ে পরে জানিয়েছেন, উৎক্ষেপণ সফল হয়েছে।
আরও পড়ুনঃ শতবর্ষ আগে চুরি যাওয়া অন্নপূর্ণা বিগ্রহ দেশে ফেরাচ্ছে কানাডা
চিনের প্রাচীন চন্দ্রদেবীর নামে মহাকাশ যানের নামকরণ করা হয়েছে। চিনের জাতীয় মহাকাশ প্রশাসন এই চন্দ্রযান তৈরি করেছে। এই বিশেষ যান যদি কাজ সম্পূর্ণ করে পৃথিবীতে আসতে পারে তাহলে চিন হবে দুনিয়ার তৃতীয় দেশ যারা চাঁদের নমুনা সংগ্রহ করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584