এক কোটিরও বেশি মানুষের করোনা পরীক্ষার পরিকল্পনা উহানে

0
56

মোহনা বিশ্বাস,ওয়েবডেস্কঃ

করোনা দাপটে নাজেহাল গোটা বিশ্ব। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কোনোভাবেই কোভিড-১৯-এর সংক্রমণ আটকানো সম্ভব হচ্ছে না। দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ। আর তাই চীনে উহান শহরের কর্তৃপক্ষ শহরের সমস্ত বাসিন্দা অর্থাৎ প্রায় এক কোটি দশ লক্ষ মানুষের করোনাভাইরাস পরীক্ষার পরিকল্পনা নিচ্ছে। উহানে এই মারণ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় এবং গত সপ্তাহ শেষে সেখানে আবার নতুন করে ছয়জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

corona test | newsfront.co
প্রতীকী চিত্র

বিবিসি বাংলার খবর অনুযায়ী, এর আগে আগে, ৩ এপ্রিলের পর থেকে উহান শহরে কোনও নতুন সংক্রমণের ঘটনা ধরা পড়েনি। এগারো সপ্তাহ ধরে কঠোর লকডাউনে থাকার পর ৮ই এপ্রিল থেকে সেখানে লকডাউন তুলে নেওয়া শুরু হয়। এরপর বেশ কিছু সেখানে জীবনযাত্রা আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল।

স্কুল খুলেছিল, দোকানপাট ধীরে ধীরে খুলতে শুরু করেছিল এবং গণপরিবহনও খুলে দেওয়া হয়েছিল। এইভাবেই চলছিল সেখানকার জনজীবন। কিন্তু কিছুদিন যাওয়ায় পর আবারও এক আবাসিক ভবন এলাকা থেকে শুরু হয়ে একগুচ্ছ মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ফলে করোনা ফের উহান শহরের স্বাভাবিক জনজীবনে প্রভাব ফেলেছে।

আরও পড়ুনঃ সৌদি আরবে ঈদ উল-ফিতরে ২৪ ঘন্টা কারফিউ ঘোষণা

এরপরই চীনে উহান শহরের কর্তৃপক্ষ শহরের সমস্ত বাসিন্দার করোনাভাইরাস পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে। প্রত্যেক এলাকায় কতজন বাসিন্দা রয়েছেন তার হিসাব নিয়ে এবং ঐ এলাকায় বর্তমানে সক্রিয়ভাবে সংক্রমণ ছড়ানোর ঘটনা ঘটেছে কি না তা বিবেচনায় নিয়ে তাদের নিজস্ব পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। এই পরীক্ষা পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘দশ দিনের লড়াই’। এতে আরও বলা হয়েছে পরীক্ষার সময় বয়স্ক মানুষ এবং যারা একসঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে এক আবাসনে থাকেন তাঁদের অগ্রাধিকার দিতে হবে।

চীনে সোমবার মাত্র একজনের করোনা আক্রান্ত হওয়ার খবর দেওয়া হয়েছে। যার ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২,৯১৯ এবং মৃতের সংখ্যা বলা হয়েছে ৪,৬৩৩।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here