ব্রহ্মপুত্র নদের উপর বিশাল বাঁধ তৈরির পরিকল্পনা চিনের, সমস্যায় পড়ার সম্ভাবনা ভারতের

0
85

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ব্রহ্মপুত্র নদের উপর বিশাল বাঁধ গড়তে চলেছে চিন। দীর্ঘদিনের বাঁধ তৈরির পরিকল্পনা আগামী বছরেই বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে শি জিনপিংয়ের দেশ। এই বাঁধ যারা তৈরি করবেন সেই চিনা সংস্থাকে উধৃত করে রবিবার এই খবর প্রকাশ করেছে চিনের সরকার নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম।

Brahmaputra hydropower project | newsfront.co
ফাইল চিত্র

চিনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান ইয়ান ঝিয়ং জানিয়েছেন, ইয়ারলাং জ্যাংবো নদীতে (ব্রহ্মপুত্রের চিনা নাম) বাঁধ তৈরির মাধ্যমে জলবন্টন ও জাতীয় সুরক্ষা বজায় রাখা যাবে। উল্লেখ্য, ইয়ারলাং জ্যাংবো নদী যখন অরুণাচলে পৌঁছায় তখন তার নাম হয় সিয়াং। আসামে প্রবেশ করার পরে এই সিয়াংই পরিচিত হয় ব্রহ্মপুত্র নামে এবং এরপর ফের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে এই বিশাল নদী।

আরও পড়ুনঃ অসমে তিনগুণ বাড়ল বাঘের সংখ্যা

গ্লোবাল টাইমস সংবাদমাধ্যমকে ইয়ান ঝিয়ং বলেন, ‘ইতিহাসে এমন প্রকল্পের উল্লেখ নেই। চিনের জলবিদ্যুৎ শিল্পে এ এক ঐতিহাসিক সুযোগ।’

আরও পড়ুনঃ হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার আগেই পা ভাঙলেন বাইডেন

তিনি এও জানান, এই বাঁধ তৈরির মূল উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদন হলেও পরিবেশ সংরক্ষণ, জাতীয় নিরাপত্তা, জীবন যাপনের মানোন্নয়ন, শক্তি উৎপাদন এবং আন্তর্জাতিক সহযোগিতার লক্ষ্যেই এই প্রকল্প গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি এও জানান যে, এই প্রকল্পের বাস্তবায়নের মধ্য দিয়েই চিনের বাঁধ নির্মান ইঞ্জিনিয়ারিংয়ের ৪০ তম বর্ষ উদযাপনও করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here