ভুঁড়িতেই বাঁচল জীবন

0
149

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বিপদে মোরে রক্ষা করো। চীনের হেনান প্রদেশের বাসিন্দা লিউ বোধহয় তাঁর ভুঁড়িকে কাছে এমনই প্রার্থনা করেছিল। কী বিষয়ে কথা বলছি। বুঝতে পারছেন না? বিস্তারিতভাবে ঘটনাটির বিবরণ দেওয়া যাক তাহলে। ছিপছিপে, মেদহীন শরীরের স্বপ্ন কে না দেখেন বলুন তো! কিন্তু এবার যে ঘটনা ঘটেছে তাতে চীনের এই ব্যক্তি কোনদিনই ছিপছিপে শরীর চাইবেন না। বরং চাইবেন আজীবন তাঁর ভুঁড়ি থাকুক। কিন্তু কেন? কারণ এই ভুঁড়িই যে তাঁর প্রাণ রক্ষা করেছে।

Chinese man | newsfront.co
আটকে পড়া লিউকে বাঁচাতে চলছে উদ্ধার কার্য। ছবিঃ নিউইয়র্ক পোস্ট

হ্যাঁ। বছর ২৮-এর লিউ তাঁর পরিবারের সঙ্গেই থাকেন। জলের জন্য তাঁর বাড়িতে ঢাকনা দেওয়া একটি কুয়ো আছে। কিছুদিন আগে কুয়োর উপর লিউ দাঁড়াতেই দুম করে ভেঙে গেল ঢাকনা। তলিয়ে যেতে পারতেন তিনি। কিন্তু নাহ্। এই বিপদের হাত থেকে লিউকে রক্ষা করতে এগিয়ে এল তাঁর ভুঁড়ি।

আরও পড়ুনঃ রাশিয়ার ভ্যাকসিন কিনতে চলেছে ভিয়েতনাম

কুয়োর মুখের পরিধির চেয়েও যে লিউ-র ভুঁড়ির মাপ বেশি। ফলে, ভুঁড়ির দৌলতে কুয়োর মুখে একেবারে খাপে খাপ আটকে গেলেন তিনি। আর তাতেই শেষপর্যন্ত প্রাণে বাঁচলেন লিউ। তাঁর শরীরের অর্ধেকটা ঝুলে রইল কুয়োর ভিতরে আর অর্ধেকটা বাইরে। পরে অবশ্য, পুলিশ, দমকল এসে তাঁকে উদ্ধার করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here