এসপিসি ক্রাফ্ট- এর উদ্যোগে ‘চিরন্তন ঋতু’

0
157

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

৩০ মে আইকনিক চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ চিরবিদায় জানান ভারতীয় শিল্পের আঙিনা থেকে। ভারতীয় সিনেমার এক অমূল্য রত্ন ছিলেন তিনি। বলা বাহুল্য টলিউডে এক নতুন যুগ তৈরি করেছিলেন তিনি। তাঁর জীবনাদর্শ এবং কর্মকাণ্ডকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ‘এস.পি.সি ক্রাফ্ট’ (কলকাতার প্রথম ইন্টারডিসিপ্লিনারি আর্টস কালেকটিভ) আগামী ৩০ মে রবিবার,রাত ৯টায় একটি ডিজিটাল অনুষ্ঠানের আয়োজন করেছে।

rituparna ghosh | newsfront.co

অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে এস.পি.সি ক্রাফ্টের নিজস্ব ফেসবুক পেজ থেকে। ঋতুপর্ণ ঘোষের লেখার কিছু অংশ, তাঁর সিনেমার কিছু গান এবং মূলত স্মৃতিচারণের কথনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য ডিজাইন করা হচ্ছে এই অনুষ্ঠান।

sujoy prasad chatterjee | newsfront.co
সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়

অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত, সুরকার-আবহ নির্মাতা দেবজ্যোতি মিশ্র, অভিনেতা সুমন্ত্র মুখোপাধ্যায়, গায়িকা শুভমিতা মুখার্জি এবং গায়ক রূপঙ্কর বাগচির স্মৃতিকথনে শুনতে পাওয়া যাবে তাঁদের সঙ্গে ঋতুপর্ণের  কাজের অভিজ্ঞতার স্মৃতিকথা।

আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে ত্রাণ নিয়ে হাজির ইমন

সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই ভাবনা। তাঁর কথায়- “এই সম্মাননা সেই মানুষটিকে যিনি সিনেমা মাধ্যমটিকে বিস্মিতভাবে প্রকাশ করেছেন দর্শকের সামনে এবং বিমুক্তভাবে ভাবতে শিখিয়েছেন। শুধু তাই নয় তাঁর কলম যেন বক্সঅফিসে নতুন নিয়মাবিধি প্রদর্শিত করেছে এবং অবশ্যই সমলিঙ্গের ঊর্ধ্বে গিয়েও সমমনস্ক হতে শিখিয়ে গেছেন ঋতুপর্ণ।”‘চিরন্তন ঋতু’ দেখুন ৩০ মে, রবিবার, রাত ৯টায়, এস.পি.সি ক্রাফ্টের নিজস্ব ফেসবুক পেজে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here