মল্লিকা সেনগুপ্ত’র ‘চিত্রাঙ্গদা মান্ডি’ এবার ডিজিটালে

0
410

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মৌনিতা চট্টোপাধ্যায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, সুব্রত মুখোপাধ্যায়ের অভিনব প্রয়াস মল্লিকা সেনগুপ্ত’র অনবদ্য সৃষ্টি ‘চিত্রাঙ্গদা মান্ডি’।

Chitrangada mandi | newsfront.co

এক একটা জীবন আসলে এক একটা জাহাজের মতো। কোনওটা গন্তব্যে পৌঁছায়, কোনওটা নয়। টাইটানিকের মতো অনেকটা। যার গন্তব্যে পৌঁছানোটাই হয় না। কেবলই ডুবে যায়। জীবন অনন্তকালের সেই প্রমোদ তরণীই হতে চায়। সেই তরণী ডুবে যায়, আর তার সঙ্গে ডোবে মায়া।মেয়েদের লড়াই অসমাপ্তই থাকে চিরকাল।

কবি মল্লিকা সেনগুপ্তের কলমে সে লড়াই চিরকালই বাঙ্ময়। ‘চিত্রাঙ্গদা মান্ডি’ কাব্য নাটকে তার উচ্চারণ আরও ঋজু।আসলে মেয়ে জন্মানোয় নিষেধ রয়েছে। ‘ভালো মেয়ে’ হয়ে বাঁচার নিষেধও মেয়েদেরই আছে। গন্তব্যে পৌঁছানোর আগেই তাই ডুবে যেতে হয় তাদের। তাই বোধহয় ‘আমার দুর্গা’ রা ডোবে। প্রিয়তমা ডুবে যায়।

Sujoy Prasad Chatterjee | newsfront.co
সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়

কোনওদিনও ভেসে ওঠা হয় না চিত্রাঙ্গদাদের। সেকালেও, একালেও। মৌনিতা চট্টোপাধ্যায় এখানে চিত্রাঙ্গদা আখ্যান তুলে ধরে। রাজনন্দিনী চিত্রাঙ্গদা-র শস্ত্রঝংকারের অহংকার সমেত ভ্রুকুটি উপহার পায় অর্জুন।তারপরও চিত্রাঙ্গদা তার জন্যই ডুবে মরে। একালের বনযোদ্ধা চিত্রাঙ্গদা মান্ডি বনসেনা অর্জুনের জন্য ডোবে গুলির ছররা মেখে, স্বপ্ন -সংগ্রাম মাঝপথে ছেড়ে, লড়াই অসমাপ্ত রেখেই ।

Maunita Chatterjee | newsfront.co
মৌনিতা চট্টোপাধ্যায়

অর্জুনরাও কি তার জন্য মৃত্যু বেছে নেয়? সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়ের কণ্ঠ শোনায় অর্জুনের কথা। আসলে ডুবতে ভালো লাগে। বড় মায়া রয়েছে ডুবে যাওয়া তে।চিত্রাঙ্গদার কোনও একদিন, কোনও একখানে, কোনও একজনের তরে ডুবে যাবে বলেই ভেসে থাকা খানিকটা জীবন। চিত্রাঙ্গদাদের গল্প বড়ই মেঘলা উপাখ্যান। ঋদ্ধ, জারিত হয়েও পরাজিত প্রতীক্ষায় দিন গোনা। মিলন চেয়ে সদা বিরোহী। এই কাব্যনাট্যে ‘কার মিলন চাও’- রবীন্দ্র গানটি গেয়েছেন মনোময় ভট্টাচার্য। আর পুরো নাটকটিকে সুরে বেঁধেছেন সুব্রত মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ সামনে এল ‘অভিযাত্রিক’-এর পোস্টার, উন্মোচনে অনুষ্কা শঙ্কর

চিত্রাঙ্গদাকে নিয়ে মৌনিতা বলেন- “বসন্তের পাগল হাওয়া যেমন হারিয়ে যায়, ডুবে যাওয়াটাও আসলে হারিয়ে যাওয়া। কবি মল্লিকা সেনগুপ্তের এই লেখা অর্ধেক আকাশের নিজের কথা। সুজয় দা’র কণ্ঠের ঋজুতা পূর্ণতা দিয়েছে চিত্রাঙ্গদাকে। মনোময় দা’র গান আরও গভীরতা এনেছে সংলাপে।কাব্যনাটকটিকে আবহে বেঁধে দিয়েছেন সুব্রত দা।”

শিল্পী সুজয়প্রসাদ চ্যাটার্জি জানালেন, “মৌনিতার দীর্ঘমেয়াদি পরিশ্রমের ফসল এই কাব্যনাটকটি। এই রচনার অর্জুন মহাভারতের ক্ষাত্রবীর্যে পরিপূর্ণ অর্জুন নন, বরং তিনি একজন সাধারণ মানুষ।

২৬ জুন মৌনিতা চট্টোপাধ্যায়ের ইউটিউব চ্যানেলে শোনা যাবে ‘চিত্রাঙ্গদা মান্ডি’ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here