সাময়িক ফাঁসুড়ে হওয়ার ইচ্ছাপ্রকাশ করে রাষ্ট্রপতির কাছে চিঠি চিত্তরঞ্জনের

0
55

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

তিহার জেলে কোনও ফাঁসুড়ে না থাকায় নির্ভয়া কান্ডের অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করার জন্য পূর্ব মেদিনীপুরের মহিষাদলের এক গাড়ির চালক স্বেচ্ছায় ফাঁসুড়ে হতে চেয়ে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে একটি আবেদনপত্র দিলেন।

chittaranjan send letter to indian president | newsfront.co
চিত্তরঞ্জন দাস। নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ঘাগরা গ্রামের চিত্তরঞ্জন দাস (৩৫) সাময়িক ভাবে স্বেচ্ছায় ফাঁসুড়ে হতে চেয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি দিয়ে আবেদন জানিয়েছেন।

chittaranjan send letter to indian president | newsfront.co
রাষ্ট্রপতির কাছে আবেদনপত্র। ফাইল চিত্র

নির্ভয়া কান্ডের অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করার দিন এগিয়ে এলেও তিহার জেলে কোনও ফাঁসুড়ে নেই। অপরাধীরা আদৌ সাজা পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অপরাধীদের সাজা পাওয়া উচিত মনে করেন চিত্তরঞ্জন বাবু।

chittaranjan send letter to indian president | newsfront.co
চিত্তরঞ্জনের বায়োডাটা। ফাইল চিত্র

আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখল করল তৃণমূল

সূত্রের খবর, চিত্তরঞ্জন বাবু পেশায় একজন মালবাহী চারচাকা গাড়ির চালক। প্রায় দশ বছর ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে গাড়ি চালিয়েছেন।

সেই সঙ্গে দেখেছেন বিভিন্ন রাজ্যের মহিলাদের নিরাপত্তাহীনতা।ধর্ষণের মতো ঘৃণ্য কাজে যারা যুক্ত, তাদের শাস্তি হওয়া দরকার, সমাজে ওদের বেঁচে থাকার কোনও অধিকার নেই– এমনটাই মনে করেন তিনি। তাই সাময়িক ভাবে ফাঁসুড়ে হতে চেয়ে রাষ্ট্রপতির কাছে তাঁর এই আবেদন।

উল্লেখ্য, এই কাজের জন্য তিনি কোনও পারিশ্রমিকও চান না। চিত্তরঞ্জন দাসের মা ছেলের এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি। তিনি তাঁর ছেলেকে আশীর্বাদ করেছেন, যাতে সে সমাজের এই ময়লা দূর করতে সফল হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here