রঙ্গিলা খাতুন ও তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ পৌরসভার ৯নম্বর ওয়ার্ডে বুলডোজার দিয়ে পরিত্যক্ত P.H.E দপ্তরের রিজার্ভার ভাঙ্গার কাজ চলছিল। সোমবার সকাল দশটা নাগাদ দপ্তরের কর্মীদের অসাবধানতা বশত হঠাৎ করে বুলডোজারটি মাটির তলার ক্লোরিন গ্যাসের কন্টেনারে আঘাত করে ও কন্টেনারটি ভেঙ্গে যায়। এবং মাটির নিচ থেকে গ্যাস বের হতে থাকে। এইভাবে হঠাৎ করে গ্যাস বের হওয়ার ফলে এলাকার লোকজন সকলেই রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন। ক্লোরিন গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধে অনেকে অসুস্থও হয়ে পড়েন।
আরও পড়ুনঃ ফুচকা খেয়ে অসুস্থ ৪০ জন
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন মুর্শিদাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে যান এসডিপিও । খবর পাঠানো হয় ডোমকল লালবাগ মহাকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভাগে। অসুস্থ ১৮ জনকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই এলাকায় সমস্ত বাড়িঘর ছেড়ে বাসিন্দারা অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রেখেছেন। যে জায়গা থেকে গ্যাস লিক করছিল সেটি বন্ধ করা হয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584