শাশ্বত-শ্রাবন্তীর নতুন জুটি নিয়ে আসছে ‘ছবিয়াল’

0
546

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

আসছে মানস বসু পরিচালিত ছবি ‘ছবিয়াল’। গত বছরই ‘ছবিয়াল’-এর কথা ঘোষণা করেছিলেন পরিচালক। এই ছবিতে প্রথমবার একসাথে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায় ও শ্রাবন্তী চ্যাটার্জীকে।

এর আগে একসাথে কাজ করলেও জুটি হিসাবে এই প্রথম ‘ছবিয়াল’ সিনেমাটিতে অভিনয় করলেন শাশ্বত-শ্রাবন্তী। বেশ কয়েকবছর আগে অপর্না সেন পরিচালিত ‘গয়নার বাক্স’ ছবিটিতে বাবা মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল শাশ্বত ও শ্রাবন্তীকে।

chobial | newsfront.co
পোস্টার। ছবিঃ প্রতিবেদক

বছরের শুরুতেই ‘ছবিয়াল’-এর পোস্টার শেয়ার করলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। গল্পটি একজন ফটোগ্রাফারের, যিনি শ্মশানে ছবি তোলেন। অর্থাৎ শ্মশানে আসার পর মৃত ব্যক্তির শেষ ছবি ঐ ফটোগ্রাফারই তোলেন। একদিন এই শ্মশানেই আসে এক জমিদার গিন্নি, যাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে যায় হাবুল। এক দেখাতেই ভালোবেসে ফেলে সে জমিদার গিন্নি লাবণ্যকে।

আরও পড়ুনঃ পারসি মহিলা খুন! আসছে ‘শকুনের লোভ’

হাবুলের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় ও সুন্দরী জমিদার গিন্নির ভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যতদিন যায় লাবণ্যও হাবুলের প্রেমে পড়ে। তারপর একসাথে শ্মশানের কাছেই স্টুডিওতে থাকতে শুরু করে হাবুল ও লাবণ্য। হাবুলের সহকারি-সহ অন্যান্য বন্ধুরা তার নব নির্মিত পরিবার দেখে অবাক হয়ে যায় যার জন্য হাবুল তার ফটোগ্রাফির কাজ ছেড়ে দিয়েছিলেন।

chobial | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এরপরে এমন একদিন আসে যেখানে তার এক বন্ধু হাবুলের সাথে তার প্রেমিকা লাবণ্যর প্রতি অত্যধিক অধিকারের কথা বলে, আর তখনই ক্রোধে হাবুল সেই বন্ধুকে হত্যা করে। এরপর লাবণ্যর সাথে গ্রাম ছেড়ে চলে যায়।

আরও পড়ুনঃ এবার পুরোহিতের ভূমিকায় ঋতাভরী

কীভাবে লাবণ্যর প্রতি হাবুলের আবেগ এতটা বাড়ল যে হাবুল তার প্রিয় বন্ধুকে হত্যা করেছিল? এরপরে কি হবে? হাবুলেরর কি শাস্তি হবে? এ এক বিচিত্র প্রেমের গল্প। সাসপেন্সে মোড়া এই কাহিনি।

‘ছবিয়াল’-এর এই গল্পটি লিখেছেন ইন্দ্রনীল বক্সী। ছবিতে সংগীত পরিচালনা করছেন মেঘ ব্যানার্জি। নতুন জুটির নতুন চমক দেখতে বেশ কিছু দিন অপেক্ষায় থাকতে হবে দর্শককে।

মিলন দত্ত নিবেদিত পরমহংস চিত্রমের ব্যানারে ২০২০, ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মানস বসু পরিচালিত ছবি ‘ছবিয়াল’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here