নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মুক্তির পথে পরিচালক মানস বসুর ছবি ‘ছবিয়াল’। ১১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি৷ ছবির গল্প একজন ফোটোগ্রাফারকে কেন্দ্রে রেখে। নাম তার হাবুল। সে শ্মশানে ছবি তোলে। অর্থাৎ শ্মশানে আসার পর মৃত ব্যক্তির শেষ ছবি তুলে রাখে সে। একদিন শ্মশানে আসে এক জমিদার গিন্নি, যাকে দেখে তার প্রতি আকৃষ্ট হয় হাবুল। এক দেখাতেই ভালোবেসে ফেলে সে জমিদার গিন্নি লাবণ্যকে।
এরপর এক সময় লাবণ্যও হাবুলের প্রেমে পড়ে। শুধু তাই নয়, একসঙ্গে শ্মশানের কাছেই স্টুডিওতে থাকতে শুরু করে দুজনে। হাবুলের বন্ধুরা তার নব নির্মিত সংসার দেখে চমকে যায়। এরপর ঘটনার জল এমন দিকে গড়াবে যে হাবুল খুনও করবে এক বন্ধুকে। কিন্তু কেন? বাকিটা ১১ ডিসেম্বরের জন্য তোলা থাক।
আরও পড়ুনঃ বড়দিনে আসছে ধেয়ে মিষ্টি মা, চিনি মেয়ে
‘ছবিয়াল’-এর কাহিনিকার ইন্দ্রনীল বক্সী। ছবির সংগীত পরিচালক মেঘ ব্যানার্জি। গান গেয়েছেন রূপঙ্কর বাগচি, সুজয় ভৌমিক, জয়িতা বিশ্বাস।
হাবুলের চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। জমিদার গিন্নির ভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এর আগে দুজনে স্ক্রিন শেয়ার করলেও জুটি বেঁধে কাজ এই প্রথম তাঁদের। মিলন দত্ত নিবেদিত ‘পরমহংস চিত্রম’-এর ব্যানারে ১১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘ছবিয়াল’। মুক্তির কথা ছিল চলতি বছর ৭ ফেব্রুয়ারিতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584