সুদীপ পাল,বর্ধমানঃ
ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে। হঠাৎ হাতে চলে এলো চপ মুড়ি প্যাকেট। পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের কলেজ পাড়ার ছাপ্পান্ন নম্বর বুথে ভোটারদের চপ মুড়ি বিতরণ করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ কর্মীসভায় ঘাম মোছার যুক্তিতে গামছা বিতরণ বিজেপি প্রার্থীর
বিরোধীদের অভিযোগ, শাসকদলের কর্মীরা ভোটারদের চপ মুড়ি বিতরণ করছিলেন। ভোটারদের এই ভাবে প্রভাবিত করা হচ্ছে দেখে বিজেপির কর্মী-সমর্থকেরা প্রতিবাদ করেন। স্থানীয় তৃণমূল নেতাদের প্রশ্ন করা হলে তাঁরা বিষয়টি অস্বীকার করেছেন। তাঁরা বলেন, কোনভাবেই ভোটারদের প্রভাবিত করার কোন চেষ্টাই তাঁরা করেননি। যদিও প্রায় ১৫০ প্যাকেট চপ মুড়ি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584