পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
সিটিজেন অ্যামেন্ডমেন্ট আইনের বিরোধিতায় চোপড়া ব্লকের পক্ষ থেকে আজ মানববন্ধন ও চোপড়া ব্লকের বিভিন্ন জায়গায় মিছিল হয়।তৃণমূলের পক্ষ থেকে ৩১নং জাতীয় সড়কের ধার দিয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
চোপড়া ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ জানান যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মানববন্ধন ও মিছিল করা হলো।
আরও পড়ুনঃ দিনহাটায় সিএএ বিরোধী অবস্থান বিক্ষোভ
তিনি আরও বলেন, আমরা মানববন্ধনের মাধ্যমে বুঝিয়ে দিতে চাই আমরা সাধারন মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধভাবে আছি যাতে এনআরসি ও সিএএ লাগু করা যাবে না।
তৃণমূল যুব নেতা জাকির আবেদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজ চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চোপড়া বাজার চত্বরে একটি মিছিল করা হয় এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আমরা চলতে চাই। এনআরসি সিএএ ও এনপিআর যাতে না হয় সেই জন্যই এই প্রতিবাদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই মিছিল ও মানববন্ধন করা হলো চোপড়া ব্লকের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584