আসছে স্মার্টফোনে তৈরি ‘চরৈবেতি’

0
255

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

মুঠোফোনে তৈরি আস্ত একটা সিনেমা। তাও আবার যখন পরিচালক, প্রযোজক, লেখক একজনই। এও কি সম্ভব? হ্যাঁ চেষ্টা করলে সবই সম্ভব। স্মার্টফোনে একটা পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করলেন পরিচালক অমৃতাংশু চক্রবর্তী।

Choroibeti | newsfront.co
ছবির পোস্টার। ছবিঃ প্রতিবেদক

অমৃতাংশুর তৈরি এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি। সোমবারই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসে ‘চরৈবেতি’-র পোস্টার। ছবির সব দৃশ্যই স্মার্টফোনে শ্যুট করা হয়েছে। কোনও কোনও জায়গায় ড্রোনের ব্যবহারও নজরে আসবে, তবে সেটা খুবই কম।

Choroibeti movie will be coming | newsfront.co
অমৃতাংশু চক্রবর্তী, পরিচালক। ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ শাশ্বত-শ্রাবন্তীর নতুন জুটি নিয়ে আসছে ‘ছবিয়াল’

এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বরুণ চন্দকে। ছবির আবহ সঙ্গীত দিয়েছেন মেঘ বন্দোপাধ্যায়। ছবির কালারিস্ট হিসেবে কাজ করেছেন অরিত্র দত্ত বণিক। সাউন্ড ডিজাইনিং করেছেন শুচিশুভ্র সেন এবং ডিওপি হিসেবে কাজ করেছেন মৌপিয়ালী, অমৃতাংশুর স্ত্রী।

মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে শুভ এবং তাঁর স্বপ্নকে ঘিরেই তৈরি হয়েছে ছবিটি। শুভ পরিবারের বিরুদ্ধে গিয়ে একজন চলচ্চিত্র নির্মাতা হওয়ার স্বপ্ন দেখেন।

একই সঙ্গে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলির সঙ্গেও তাঁর সাক্ষাৎ ঘটে। শুভ কি পারবে এই বাধা পেরিয়ে একজন সফল চলচ্চিত্র নির্মাতা হতে? এইসব প্রশ্নের উত্তর নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছে ‘চরৈবেতি’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here