‘চৌকিদার চোর হ্যায়’ বলল মুখ্যমন্ত্রীর জনসভা

0
69

সুদীপ পাল,বর্ধমানঃ

যেমন ভাবা হয়েছিল তেমনটাই হলো। প্রধানমন্ত্রীর জনসভা করার পরে দুর্গাপুরে রাজনীতিতে যে উত্তাপ ছিল তার প্রতুত্তর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে সরাসরি উপস্থিত কর্মী-সমর্থকদের সাথে নিয়ে বারবার প্রতিধ্বনি’ দিলেন ‘চৌকিদার চোর হ্যায়’। একের পর এক তোপ দাগলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

Choukidar is a thief
নিজস্ব চিত্র

কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রতি আর্থিকভাবে বঞ্চনা করে সে বিষয়টি তুলে ধরেন তাঁর জনসভা থেকে। শিল্পাঞ্চলে শিল্পায়ন প্রসঙ্গে বলেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার শিকার হচ্ছে পশ্চিমবঙ্গ৷ গুরুত্বপূর্ণ কারখানাগুলি খোলার কোনো রকম উদ্যোগ নিচ্ছে না বিজেপি সরকার। তিনি বলেন, এক অদ্ভুত কালচার তৈরি হয়েছে। মাথায় ফেটি বেঁধে হাতে তরোয়াল আর লাঠি নিয়ে বেরিয়ে পড়ছে রাস্তায়। এরা বাংলাকে ভালবাসে না ভালোবাসার চেষ্টাও করেনা। কিন্তু বাংলার শান্তি নষ্ট করছে।

বক্তৃতায় উঠে আসে স্বাধীনতা এবং দেশভাগের প্রসঙ্গ। দুর্গাপুরের প্রধান রূপকার মুখ্যমন্ত্রী ডঃবিধানচন্দ্র রায়ের কথা তুলে তিনি বলেন দেশভাগের পরে কিছু উন্নতি হয়েছিল,কিছু কাজ হয়েছিল। কিন্তু তারপর থেকে আর কোনো রকম কাজ হয়নি। তৃণমূল সরকার আট বছরে যা কাজ করেছে সে কাজ আশি বছরেও হয়নি।স্বাধীনতার সত্তর বছরের বাংলায় বারোটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। তৃণমূল সরকারের আট বছর এখনো হয়নি অথচ
আঠাশটি বিশ্ববিদ্যালয় তৈরি হয়ে গেছে।

মুখ্যমন্ত্রীর জনসভায় এদিন ব্যাপক ভিড় দেখে উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা।সভা শেষে ঘরে ফেরার পথে তারা বলছেন দিদির কথা রাখতে হবে বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here