ক্রিকেটেও হয় বর্ণবিদ্বেষ, কৃষাঙ্গ যুবকের হত্যা করার অপরাধে গর্জে উঠলেন গেইল

0
88

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

আমেরিকার মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে উত্তাল ক্রীড়াবিশ্ব। বিশ্বের প্রথম সারির ক্রীড়াবিদরা আওয়াজ তুলেছেন বর্ণবৈষম্যের বিরুদ্ধে। এবার এই প্রতিবাদে সামিল হলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেল।

Chris Gayle | newsfront.co
ফাইল চিত্র

সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক বিবৃতিতে ৪০ বছরের ‘ইউনিভার্স বস্‌’ বিস্ফোরকভাবে লিখলেন, বর্ণবিদ্বেষ এখন আর শুধুমাত্র ফুটবলেই সীমাবদ্ধ নেই। তা পুরোদস্তুর রয়েছে ক্রিকেটেও। বিশ্বজুড়ে একাধিক দলের হয়ে খেলার সময় তিনি বর্ণবৈষম্যের শিকার হয়েছেন।

কিছুদিন আগেই নিউজিল্যান্ডের মাটিতে ইংল্যান্ড তারকা জোফ্রা আর্চারকে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ উগড়ে দিতেও দেখা যায় তারকা ক্রিকেটারকে। কিউয়ি ক্রিকেট বোর্ড ঘটনার তদন্ত করে দোষী দর্শককে শাস্তি দেয়।

আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃআসামে ভূমিধসে নিহত অন্তত ২০

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে কিছুদিন আগেই জর্জ ফ্লয়েড নামক এক যুবককে মাটিতে শুইয়ে ঘাড়ে হাঁটু চাপা দিয়ে খুন করেন পুলিশ অফিসার ডেরেক চাউভিন। শ্বাসরুদ্ধ অবস্থায় প্রাণের জন্য ভিক্ষা চাইলেও মন গলেনি শ্বেতাঙ্গ পুলিশ আধিকারিকের। এরপরই আমেরিকা জুড়ে ফ্লয়েডের মৃত্যু নিয়ে শুরু হয়েছে ‘ব্ল্যাক লিভস ম্যাটার্স’ প্রতিবাদ। এই খুনের পরে মুখ খুলেছেন গেইলও। নিজের রাগ প্রকাশ করে ইনস্টাগ্রাম স্টোরিতে গেইল লেখেন, “ বাকিদের মতো কৃষ্ণাঙ্গদেরও বাঁচার অধিকার আছে। সবার জীবনের মূল্য সমান। বর্ণবাদী মানুষজন নিপাত যাক।

আরও পড়ুনঃ ফোর্বসের সর্বোচ্চ উপার্জনকারী ক্রীড়াবিদদের তালিকায় একমাত্র ক্রিকেটার বিরাট কোহলি

কৃষ্ণাঙ্গ মানুষদের বোকা ভাবা বন্ধ হোক। কৃষ্ণাঙ্গদেরও বলছি, নিজেদের ছোট ভেবে নীচে নামিও না। আমি কালো বলে বিশ্বের বহু জায়গায় বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছি। আমিও বিশ্বজুড়ে ক্রিকেট খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছি। কারণ আমি কালো। শুধু ফুটবলই নয়, ক্রিকেটেও বর্ণবিদ্বেষ রয়েছে। গায়ের রং কালো বলে অনেক সময় দোষী সাব্যস্ত হয়েছি। কৃষ্ণাঙ্গরাই শক্তিশালী, কৃষ্ণাঙ্গরাই গর্বিত।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here