ওয়কসের ব্যাট হারা ম্যাচ জেতালো ইংল্যান্ডকে

0
58

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

প্রথম ইনিংসে বিশাল রানে পিছিয়ে থেকেও দুর্দান্ত ভাবে কামব্যাক। ফলস্বরূপ ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ৩ উইকেটে জয় পেয়ে রেকর্ড গড়লো ইংল্যান্ড। জোস বাটলার ও ক্রিস ওয়কসের জুটিই ব্রিটিশদের জয়ের পথে নিয়ে যায়।

Cricket match | newsfront.co
সংবাদ চিত্র

চতুর্থ ইনিংসে বোলিং সহায়ক পিচে ২৭৭ রান তাড়া করে জয় পেলো রুট ব্রিগেড। ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে এটাই চতুর্থ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির। হাতে একদিন থাকতেই জয় তুলে নিলো ব্রিটিশরা। এদিন মাত্র দ্বিতীয় ইনিংস মাত্র ১৬৯ রানে শেষ হয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।

winning match | newsfront.co
সংবাদ চিত্র

প্রথম ইনিংসে পাক বাহিনীর ১০৭ রানের লিড থাকায় ইংল্যান্ডকে ২৭৭ রান টার্গেট দেয় পাকিস্তান। শুরুটা ভালো করে ইংরেজরা। তবে মিডিল অর্ডারে তাদের ধস নামে ১১৭ রানে ৫ উইকেট একটা সময় হয়ে যায় তাদের। সেখানে থেকেই জোস বাটলার ও ক্রিস ওয়কস।

Stoke | newsfront.co

তাঁদের ম্যাচে ফেরায়, দুজনে ষষ্ঠ উইকেটের পার্টনারশিপে যোগ করে ১৩৯ রান। বাটলার ৭৫ রান করে প্যাভিলিয়নে ফেরত যান । তবে ক্রিস ওয়কস তার জীবনের সেরা ইনিংস খেললেন। প্রমান করলেন তাঁকে ব্যাটিং অর্ডারে তোলাটা সঠিক ছিল ৮৪ রান করে তিনি অপরাজিত ছিলেন।

আরও পড়ুনঃ বিরাটদের কিট স্পনসর হওয়ার দৌড়ে এগিয়ে জার্মান কোম্পানি

এছাড়া বল হাতে ম্যাচে চার উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দেন অল রাউন্ডার বেন স্টোকস। তারা দুজন মিলে শেষ অবধি থেকেই ব্রিটিশদের জয় এনে দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here