সুদীপ পাল,বর্ধমানঃ
গত দুদিন আগে গুলির লড়াইয়ে সরগরম হয়ে উঠেছিল দুর্গাপুর।এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চলেছিল দুর্গাপুরে।রকি রায় এবং দীপক রায় ওরফে কাঞ্চা বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই ঘটনার নেপথ্যে তারাই দায়ী। অভিযোগ উঠেছিল রকি গুলি চালায় আপ্পুর পেটে।রকির দাদাগিরিচলছে ইস্পাত নগরীর ডেভিড হেয়ার রোডের একটি ক্লাব থেকে বলে অভিযোগ উঠেছে বারে বারে। মেয়র পারিষদ অমিতাভ বন্দ্যোপাধ্যায় হাজির হন ক্লাবে।অভিযোগ উঠেছিল এই ক্লাব থেকে সমস্ত রকম দাদাগিরির সূত্রপাত।শুধু তাই নয় সন্ধে নামলেই জুয়া থেকে মদের আসর সবই চলে ক্লাবে। মেয়র পারিষদ অমিতাভবাবু বলেন,তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য সিপিএম আর বিজেপি প্রচার করছিল এই ক্লাবে তৃণমূল আশ্রিত দুস্কৃতিরা বসে এবং দাদাগিরি চালায়।
আরও পড়ুনঃ পাড়ার ক্লাবে জুয়ার প্রতিবাদ করায় জুটল বেধড়ক মার
কিন্তু ক্লাবের ভিতর তৃণমূলের কোন চিহ্ন পাননি বলে তিনি জানান।এরপরে মেয়র পারিষদ তালা বন্ধ করে দেন ক্লাব।এই ওয়ার্ডে কোন রকম অসামাজিক কাজ করতে দেওয়া হবে না বলে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584