অমৃতা চন্দ, কোচবিহারঃ
আর দুদিন বাদেই বড়দিন।সকাল থেকে শীতের পারদ নিচে নামলেও খ্রীষ্ট ধর্মাবলম্বী মানুষ থেকে শুরু করে অন্যান্য ধর্মের মানুষও প্রস্তুত এই বড়দিন উদযাপন করবার জন্য। যদিও বড়দিন মূলত খ্রীষ্ট ধর্মাবলম্বী মানুষদের, বাঙালিরাও শামিল হন এই উৎসবে।
বড়দিন উপলক্ষ্যে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে প্রতিবছর এবছরও তার অন্যথা হয়নি। দোকানে রয়েছে সন্টাক্লসের টুপি , ক্রিসমাস ট্রি, বিভিন্ন ধরনের ঝাড়বাতি, ঘর সাজানোর উপকরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপহার। দুদিন থেকেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে দোকানে। ভিড় পড়েছে বেকারির দোকান গুলিতেও।
আরও পড়ুনঃখড়গ্রামে লরি-ট্রাক্টরের সংঘর্ষে আহত লরি চালক
দিনহাটা পাঁচমাথা মোড়ের ব্যবসায়ী কমল সাহা বলেন, প্রতিবছরের মতো এবারও গ্রাহকের ভিড় হচ্ছে বড়দিনের সরঞ্জাম নেবার জন্য। সব ধরনের জিনিস বিকোচ্ছে খুব ভালো।
ক্রেতা সুদীপা দাস বলেন, দুর্গাপুজোর পাশাপাশি এই দিনটিও সমান ভাবে পালন করি তবে একটু অন্য ভাবে ক্রিসমাস ট্রি সাজিয়ে ঘরে রাখি এবং স্টার দিয়ে ঘর সাজায় সাথে থাকে কেক খুব উৎসাহের সাথে দিনটা পালন করি, আর তার জন্যই দোকানে কেনাকাটা করতে এসেছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584