আনন্দ উৎসবে অতিবাহিত উত্তর দিনাজপুরে বড়দিন

0
46

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

রোদ ঝলমলে সকাল গড়াতেই বড়দিনের উৎসবে মাতলো উত্তর দিনাজপুর। রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ, করনদিঘী, চাকুলিয়া থেকে হেমতাবাদ। এদিন সকাল থেকে ছিল পিকনিক উৎসবের ধুম। রায়গঞ্জের কুলিক, হেমতাবাদের বাহারাইল ফরেস্টে ছিল জমজমাট পিকনিকের আসর।

গীর্জা। নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জের ধামজা ফরেস্ট ও রাধিকাপুরে টাঙ্গন নদীর পাড়ে সরকারি পর্যটন কেন্দ্রের ময়দানে এদিন সকাল গড়াতেই পিকনিক পার্টির ভিড় জমে। দিনের আলোয় বনজঙ্গলে পিকনিক যেমন জমেছিল। সন্ধ্যা গড়াতেই পাড়ায় পাড়ায় পিকনিক উৎসবে মাতে কালিয়াগঞ্জের আমজনতা। বড়দিন মানে প্রভু যীশুর জন্মদিন।

আনন্দ। নিজস্ব চিত্র

মঙ্গলবার মাঝরাতে ঘড়ির কাটা ১২ টায় পৌছলে রায়গঞ্জ, হেমতাবাদ, ইটাহার,করনদিঘী ও কালিয়াগঞ্জের গীর্জাগুলিতে মোমবাতি জ্বালিয়ে শুরু হয় প্রার্থনা।উত্তরবঙ্গের সর্ববৃহৎ রায়গঞ্জের মিশন এলাকার ক্যাথিড্রাল গীর্জাঘড় আলোকমালায় সেজে উঠেছে। বুধবার সকাল থেকে জেলার সর্বত্র গীর্জাগুলিতে খ্রিস্টানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ হাজির হয়ে প্রভু যীশুকে জন্মদিনের শ্রদ্ধা জানায়। জেলা পুলিশের তরফে গীর্জার ফাদারদের বড়দিনের শুভেচ্ছা জানানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here