পুরুলিয়া জেলার বরাবাজার থানা সাংস্কৃতিক কমিটির উদ্যোগে পালিত হল ক্রিসমাস উৎসব

0
186

সঞ্জয় চৌধুরী, পুরুলিয়াঃ

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবসময় ধর্ম যার যার হতে পারে কিন্তু উৎসব সবার। তাই উৎসবকে কাজে লাগিয়ে শনিবার পুরুলিয়া জেলার বরাবাজার থানা সাংস্কৃতিক কমিটির উদ্যোগে পালিত হলো ক্রিসমাস উৎসব।

santa claus
নিজস্ব চিত্র

এদিন সকালে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইফ র‍্যালী করা হয়। তারপর গ্রামের কিছু স্কুলের শবর বাচ্চাদের শীতের বস্ত্র এবং খাবার তুলে দিলেন বরাবাজার থানা প্রশাসন।

Barabazar PS
নিজস্ব চিত্র

পাশাপাশি এদিন বিকেলে বরাবাজার থানা প্রাঙ্গণে কচিকাচাদের দিয়ে রাখা হয় নানান অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে ছিল বসে আঁকো, আবৃত্তি, নৃত্য, নাটক, যেমন খুশি সাজো অনুষ্ঠান। যেভাবে বরাবাজার থানার আইসি সৌগত ঘোষ সমস্ত বরাবাজার বাসির মন কেড়েছে তা বলা বাহুল্য। ক্রিসমাস উৎসব দেখতে থানা প্রাঙ্গণে ভিড় জমেছে শুধু বরাবাজার নয় বরাবাজারের আশেপাশের গ্রামের থেকে আসা সমস্ত মানুষদের।

drawing competition
বসে আঁকো প্রতিযোগিতা। নিজস্ব চিত্র
Cultural program
নৃত্যানুষ্ঠান। নিজস্ব চিত্র

বরাবাজার থানার আইসি সৌগত ঘোষ বাবু যেভাবে সকলের জনসাধারণের পাশে আছেন তা সত্যিই সকলের গর্বের বিষয়। আজকের এই ক্রিসমাস উৎসব আনন্দের সহিত পালিত হয়েছে বরাবাজার থানা প্রাঙ্গণ তা দেখে সাধুবাদ জানিয়েছেন শুধু বরাবাজার নয় বরাবাজার ব্লকের সমস্ত গ্রামগঞ্জের মানুষজন। বরাবাজার থানাতে এরকম প্রোগ্রাম হওয়ায় এলাকাবাসী খুব খুশি।

আরও পড়ুনঃ ৪৩ তম রাজ্যস্তরের তিরন্দাজিতে বড় সাফল্য বরাবাজার থানার ‘লক্ষ্য অ্যাকাডেমি’র

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here