বড়দিনের মেজাজ দুর্গাপুরে, জারি কড়া প্রশাসনিক নিরাপত্তা

0
43

সুদীপ পাল, বর্ধমানঃ

উৎসবের মেজাজে বড়দিন পালন হচ্ছে দুর্গাপুরে। বড়দিন উপলক্ষে শহরের বিভিন্ন গির্জাতে ব্যাপক ভিড় হয়ে থাকে। তাই আগে থেকেই গির্জা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। একই সাথে বর্ষবরণ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান গির্জাগুলোতে চলবে বলেও জানা যাচ্ছে।

christmas day celebrate | newsfront.co
দুর্গাপুরের একটি গির্জায়। নিজস্ব চিত্র

এ দিন বড়দিনের পাশাপাশি দুর্গাপুর প্রশাসনের পক্ষ থেকে একাধিক নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। উৎসবের এই মরসুমে বহু মানুষ দুর্গাপুর ব্যারেজ-সহ আশেপাশের এলাকায় পিকনিক করতে যান।

অভিযোগ উঠেছে, তারা ডিজে বক্স বাজিয়ে শব্দদূষণ বাড়ান। তাই এবার থেকে কড়া নজরদারির আশ্বাস দিয়েছে দুর্গাপুর মহকুমা প্রশাসন। ডিজে বক্স, প্লাস্টিক থার্মোকলের থালা-বাটি ব্যবহার করা যাবে না–কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ বাজপেয়ীর জন্মদিবসে স্বচ্ছ ভারত অভিযান

নির্দেশ এসেছে, কলাপাতা বা শালপাতা ব্যবহার করতে হবে এবং বনভোজনের পর যত্রতত্র আবর্জনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করতে হবে। নির্দেশ মানা হচ্ছে কি না, সেদিকে নজর রাখবেন ‘গ্রীন ভলেন্টিয়ার’রা।

কর্তৃপক্ষের নির্দেশ না মানা হলে ফাইন করা হবে। পিকনিকে আসা মানুষের মধ্যে অনেকেই মদ্যপান করে নৌকাবিহার করে। এই বিষয়গুলিতে নজর রাখা হবে। নৌকায় সেলফি তুলতে গিয়ে যাতে কোনও বিপত্তি না ঘটে সেই কারণে আগে থেকেই মোবাইল নির্দিষ্ট স্থানে জমা করার নির্দেশ এসেছে। পরতে হবে লাইফ জ্যাকেটও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here