সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
হেতাল গড়ান গেঁওয়াভরা জঙ্গলে হিংস্র জন্তু দেখতে ভীড় জমাল সুন্দরবনে বহু পর্যটক।পাথরপ্রতিমা ব্লকে পাথরপ্রতিমা গ্রামপঞ্চায়েতের ভাগবৎপুরে চলছে চড়ুই ভাতি অনুষ্ঠান। পাথরপ্রতিমা গ্রামপঞ্চায়েতের উদ্যোগে পর্যটকদের সঙ্গে চড়ুই ভাতিতে মাতলেন এলাকার প্রবীনরা।হাতে হাত মিলেয়ে ছাত্র যুবদের নিয়ে বনদফতরের সহযোগে দিন ভর চললো মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাথরপ্রতিমা বিডিও পাথরপ্রতিমা পুলিশ পঞ্চায়েত প্রধান তৃনমূল ছাত্র যুব সভাপতিরা অংশ নেন বড়দিনের আমেজ কাটাতে।ভাগবৎপুরের কুমীর প্রকল্পে কচি কাঁচাদের ভীড় ছিল দেখার মতো। কুমীরের ডিম,কুমীর, হরিন,কচ্ছপ নানান রঙের পাখি আর অরন্যদেখতে ভীড় জমিয়েছে সুন্দরবনের পর্যটকেরা।ভাগবৎপুর থেকে দেড়ঘন্টা দূরত্বে ধনচির জঙ্গলে বাঘ দেখতে পেয়ে আপ্লুত পর্যটকরা।খবর চাউর হতে ভটভটি নিয়ে পারি দিয়েছে জঙ্গলের দিকে।নিরাপত্তা ছিল চোখে পরার মত। পুলিশী টহল তার সঙ্গে পঞ্চায়েতের স্বেচ্ছাসেবী দলের প্রতিনিধিরা ছিল সতর্ক।ডিজে মাইকে বন্যপ্রানীদের যাতে কোন সমস্যা না হয় তারই জন্য মাইকে সচেতনতা প্রচার করা হয়।স্বচক্ষে বাঘ দর্শনে ভ্রমণ সার্থক পর্যটকদের।ধনচির জঙ্গলে হঠাৎ বাঘের গর্জনে গা ছম ছম অনুভূতি ক্যামেরা বন্দী করেন পর্যটকরা।খবর চাউর হতেই পর্যটকরা ধাওয়া করেন জঙ্গলের দিকে।পাথরপ্রতিমা তৃনমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি বলেন ছেলেদের নিয়ে পর্যটকদের সর্তকতা করা হচ্ছে।মদ্যপদের কোনরকম মাতলামি না করার পরামর্শ দেওয়া হয়।আগামীদিন জঙ্গলে বেড়ি করে বিশ্রামাগার করার কথাও বলা হয়। নিরাপত্তা বাড়াতে বনকর্মীদের সঙ্গে সহযোগিতা করবেন এলাকার মানুষজন, যাতে পর্যটকদের সমস্যা না হয়।পাথরপ্রতিমা পঞ্চায়েত প্রধান বলেন সঞ্জয় কুমার নায়েক বলেন খুব শীঘ্রয় ভাগবৎপুরে পঞ্চায়েতের তরফে রিসট করা হবে যাতে পর্যটকদের আর্কষিত হয়।পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হিমাংশু কুমার রাউত বলেন, বিধায়ক সমির জানা পর্যটন কেন্দ্র করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন । বেশ কয়েকটি জায়গাতে পরিদর্শন হয়েছে।আজই গোবরধনপুরে পর্যটন কেন্দ্রের উদ্বোধন হয়। ভাগবৎপুরেও পর্যটকদের আর্কষন বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: উৎসবের উচ্ছৃংখলতায় মৃত্যু এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584