মোহনা বিশ্বাস, হুগলিঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। যার জেরে টানা আড়াই মাস বন্ধ ছিল গণপরিবহণ পরিষেবা। তবে বর্তমানে শুরু হয়েছে আনলক ওয়ান। খুলে গেছে সরকারি ও বেসরকারি অফিস। রাস্তায় নেমেছে সরকারি, বেসরকারি বাসও।

কিন্তু এই করোনা পরিস্থিতিতে কলকাতার রাজপথে বাসের সংখ্যা খুবই কম। যে কয়েকটি বাস চলছে সেই বাসগুলো আবার সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে কম সংখ্যক যাত্রী নিয়ে চলছে।

এদিকে, অফিস খুলে গেছে, পেটের দায়ে বেরোতেই হচ্ছে সাধারণ মানুষকে। রাস্তায় বাস কম থাকায় স্বভাবতই সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। বিভিন্ন জায়গায় বিকল্প হিসাবে ফেরি পরিষেবা চালু করা হয়েছে ইতিমধ্যেই।

তবে হুগলী জেলার চুঁচুড়া অর্থাৎ যে সদর শহর থেকে প্রতিদিন অগুণতি মানুষ কলকাতায় যান সেই শহরে এতদিন চালু হয়নি চুঁচুড়া-ফেয়ারলি লঞ্চ পরিষেবা।
আরও পড়ুনঃ ভাড়া বৃদ্ধির দাবীতে বাসের পর এবার হুমকি ট্যাক্সির!

অবশেষে ২৯ জুন, সোমবার অফিস যাত্রীদের সুবিধার্থে চালু হল চুঁচুড়া-ফেয়ারলি লঞ্চ পরিষেবা। আজ সকালে চুঁচুড়া ফেরিঘাট থেকে ১৮ জন যাত্রী নিয়ে লঞ্চ পরিষেবা চালু হল৷ সকাল সাড়ে ছ’টায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি-চুঁচুড়া পৌরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি’র উপস্থিতিতে ছাড়ে লঞ্চটি। চুঁচুড়া থেকে ফেয়ারলি পর্যন্ত ভাড়া ৭০ টাকা ধার্য করা হয়েছে। ফেয়ারলি থেকে ফেরার লঞ্চ ছাড়বে বিকাল ৪টে ৪০ মিনিটে।
আরও পড়ুনঃ পুরসভার কোষাগারে টান, মাঝপথে থমকে একাধিক প্রকল্প
কয়েকদিন আগেই কলকাতা যাতায়তের জন্য শুরু হয়েছিল লঞ্চ পরিষেবা৷ তবে লঞ্চ চলছিল উত্তরপাড়া, শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর থেকে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, অফিস যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে চুঁচুড়া-ফেয়ারলি লঞ্চ পরিষেবা চালু করা হয়েছে। মানুষের চাহিদা অনুযায়ী পরবর্তীকালে এই পরিষেবা বাড়ানো হবে বলেও জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584