‘চুনি পান্না’র নতুন পর্বে হাসির তুফান

0
407

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

হাসিই হল সুস্থ থাকার আসল ওষুধ। গতকাল ছিল ‘বিশ্ব হাসি দিবস’ বা ‘ওয়ার্ল্ড লাফটার ডে’। আর সেই দিনটিকে স্যালুট জানিয়েই মজাদার ‘চুনি পান্না’ ধারাবাহিকে আজ উঠবে হাসির তুফান।

Serial | newsfront.co

ভুত অনুসন্ধানকারী চুনি তার নির্ভীক স্বামীর জন্য আজ বানাবে চিকেন কোপ্তা। আর তা রাঁধতে গিয়ে সে সাহায্য নেবে তার মায়ের। ফোনে তার মা রেসিপি বলবে আর তা বানাবে চুনি। আর সেটা বানাতে গিয়েই বাঁধবে গণ্ডগোল। আর সেই গণ্ডগোলেই লুকিয়ে আছে মজা আর হাসির খোরাক।

Chuni panna | newsfront.co

আরও পড়ুনঃ বামদেবের নতুন পর্ব ও অজানা কথা

‘চুনি পান্না’ স্টার জলসার একটি কমেডি ফিকশন। আজ থাকবে অন্য মজা। পর্বের নাম ‘রান্নাঘরে গণ্ডগোল’।
ধারাবাহিকের নতুন পর্ব দেখার জন্য মুখিয়ে আছেন টেলিদর্শক। কিন্তু উপায় তো নেই। তবে, ইচ্ছে থাকলেই উপায় হয়।

Tele serial | newsfront.co

ঘরে বসে মোবাইলে শুট করে বানানো হচ্ছে নতুন এপিসোড। প্রতিদিনের পর্ব নয়। বিশেষ বিশেষ দিনের পর্ব নিয়ে হাজির হচ্ছে স্টার জলসা। অন্যান্য চ্যানেলগুলিও থেমে নেই। তুলে ধরছে বিভিন্ন ধারাবাহিকের কলাকুশলীদের রোজনামচা। আজ রান্নাঘরে পান্না কী খেল দেখায় তা জানার জন্য রাত ৮ টায় চুনি পান্না-র নতুন পর্ব দেখতে হবে স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here