‘চুনুমুনু’সেরা মেদিনীপুরের অনুভব

0
204

নিজস্ব প্রতিবেদক,কলকাতাঃ

কলকাতায় সম্মানিত হলেন মেদিনীপুর শহরের উদীয়মান খুদে বাচিক শিল্পী অনুভব পাল। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে বিবিআরএস সংস্থা প্রবর্তিত সম্পর্কের শিকড় পত্রিকার নবতম প্রয়াস শিশু-কিশোর সাহিত্য পত্রিকা ‘চুনুমুনু’ প্রদত্ত ” চুনুমুনু সেরা স্মারক সম্মাননা-২০১৮” সম্মানে সম্মানিত হলেন অনুভব পাল। সম্মাননা গ্রহণ মঞ্চে প্রিয় কবিদের ছয়টি কবিতা আবৃত্তি করে উপস্থিত গুণীজনসহ সমস্ত শ্রোতাদের মন জয় করলেন মেদিনীপুর শহরের মীরবাজারের বাসিন্দা চতুর্থ শ্রেণীর এই খুদে পড়ুয়া।অনুভব আবৃত্তি করে শোনালেন ‘বাঘবন্ধু’, ‘ ‘তাইরে নাইরে না’, ‘একটা কথাই অনেক নদী’, ‘ইচ্ছে সূতায় জীবন আঁকি’, ‘ভাল্লাগেনা, ভাল্লাগেনা’ ‘মিশিন ধারী কৃষ্ট’র মতো বাংলা ও আঞ্চলিক ভাষার জনপ্রিয় কবিতা গুলি। অনুভবের হাতে স্মারক, মানপত্র , পুষ্পস্তবক তুলে দিলেন কবি রতনতনু ঘাঁটি, দীপ মুখোপাধ্যায়, শম্পা হালদার,অজয়কৃষ্ণ ব্রহ্মচারীর মতো বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন সুধীর দত্ত,কৃষ্ণা বসু , শ‍্যামলকান্তি দাস, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অমর মিত্র, নলিনী বেরা,বীথি চট্টোপাধ্যায়, তপন বন্দ‍্যোপাধ‍্যায়, ড.রুবী সাঁই, আনসার উল হক, শ্রীজয়, নির্মল করণ অরুণ কুমার চক্রবর্তী,কেষ্ট চট্টোপাধ্যায়, অজিত বাইরী, সুজিত সরকার,অভীক বসু , নীতিশ বিশ্বাস, রণধীর সিংহ বর্মণ,প্রমুখ বর্তমান সময়ের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক জগতের গুণীজনেরা।

নিজস্ব চিত্র

শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে অনুভব পাল যেভাবে এগিয়ে চলেছে,তাতে আপ্লুত গুণীজনেরা। অনুভব সম্মানিত হওয়ার খুশি অনুভবের পিতা ধীরেন পাল, মাতা ইন্দ্রানী মন্ডল (পাল), আবৃত্তির প্রশিক্ষিকা সুতনুকা মাইতিসহ অনুভবের শুভানুধ্যায়ীরা। বহু মঞ্চ, দূরদর্শন ও বেতারে অনুষ্ঠান করা অনুভব ইতিমধ্যে সরকারী বেসরকারী অনেক পুরস্কারে সম্মানিত হয়েছে। এই অনুষ্ঠানে অনুভবের মতো উদীয়মান খুদে প্রতিভাকে সম্মানিত করতে পেরে খুশি কবি অজয় ব্রহ্মচারী, শম্পা হালদারসহ আয়োজক সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ। উল্লেখ‍্য এই অনুষ্ঠানে অনুভবের পাশাপাশি গোটা বাংলার আরও কয়েকজন কৃতিকে সম্মানিত করা হয়। সম্মাননার পাশাপাশি বহু কৃতি শিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here