সিআইডির টালবাহানার পর চাবি ফেরত পেয়ে ঘরে ভারতী

0
46

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভারতী ঘোষের সিল করে রাখা বাড়ির চাবি ফিরিয়ে দেয় সিআইডি। মঙ্গলবার চাবি খুলে বাড়িতে ঢুকেছেন ভারতী ঘোষ ও তার স্বামী।

গত ১৫ ফেব্রুয়ারি মেদিনীপুর জেলা আদালতের এডিশনাল সেশন জজ রাজ্য পুলিশের সিআইডি শাখার গোয়েন্দাদের নির্দেশ দেন, ভারতী ঘোষের যে সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি আটকে রাখা হয়েছে তা তাকে যেন অবিলম্বে ফিরিয়ে দেওয়া হয় l

bharati ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

ভারতী ঘোষ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, আদালতের নির্দেশ সিআইডি দপ্তরে পৌঁছানো সত্ত্বেও এত দিন পর্যন্ত বেআইনিভাবে আটকে রাখা তার সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া হয়নি l

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার ও তার স্বামীর বাড়ি দুটিও সিআইডি কর্তারা জোর করে তালা দিয়ে রেখেছেন l যে কারণে তারা সেখানে থাকতে পারছেন না।’ ভারতী ঘোষ জানান, ‘এরইমধ্যে ১৪ মার্চ সিআইডি কর্তারা তাকে হেনস্থা করার উদ্দেশ্যে তাদের দপ্তরে জিজ্ঞাসাবাদের নাম করে তাকে নিয়ে গিয়ে আট ঘণ্টা বসিয়ে রেখে ছেড়ে দেন l

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে হাতে গোনা যাত্রী নিয়ে পথে নামল বেসরকারি বাস

এরপর সিআইডির পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে বলা হয় তিনি বা তার স্বামী বা তাদের প্রতিনিধি ১ জুন সিআইডি দপ্তরে গিয়ে যেন চাবি নিয়ে আসেন l সেইমতো সোমবার তাদের চাবি দিয়ে দেওয়া হয়।’ ভারতী ঘোষের আশঙ্কা,  সিআইডির গোয়েন্দারা রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরের নির্দেশে তাকে ও তার স্বামীকে পুনরায় হেনস্তা করতে পারে l

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here