শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
নদিয়ায় কৃষ্ণগঞ্জে তৃণমূল বিধায়ক সত্যজিত্ বিশ্বাস খুনের ঘটনায় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি।
বিধায়ক খুনে ষষ্ঠবার সিআইডির মুখোমুখি হলেন সাংসদ। অভিযুক্তদের আশ্রয় দেওয়ায় অভিযুক্ত তিনি। ভয় দেখাতে ও ত্রাণ দেওয়া আটকাতে সিআইডি তলব, অভিযোগ রানাঘাটের বিজেপি সাংসদের।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে ১১ টা নাগাদ রাজ্য গোয়েন্দা পুলিশের সিআইডি শাখার তরফে একটি চিঠি পাঠিয়ে জগন্নাথ বাবুকে তাঁদের দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
আর এই নির্দেশের পরিপ্রেক্ষিতে বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ জগন্নাথ বাবু সিআইডি’র সদর দপ্তর ভবানী ভবনে গিয়ে হাজির হন। গোয়েন্দারা তাঁকে টানা চার ঘণ্টা ধরে জেরা করার পর ছেড়ে দেয়। তবে, ভবিষ্যতে আবারও ডাকা হতে পারে বলে জানানো হয়েছে জগন্নাথ বাবুকে।
আরও পড়ুনঃ রাজভবনকে রাজভবন থাকতে দিন, পার্টি অফিস বানাবেন না, রাজ্যপালকে পাল্টা তোপ ফিরহাদের
উল্লেখ্য এটা নিয়ে ৬ বার জগন্নাথ বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি দপ্তরে ডাকা হল। এদিন সিআইডি দপ্তরে হজির হয়েই জগন্নাথ বাবু বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই শাসক দলের নির্দেশে হেনস্থা করার উদ্দেশ্যেই সিআইডির গোয়েন্দাদের বারবার ডেকে পাঠাচ্ছে। শুধু তাই নয় এর আগেও চাকদা , রানাঘাট ও শান্তিপুর থানার বড়বাবুরা আমাকে কোয়ারান্টাইনে পাঠানো নিয়ে একযোগে নোটিশ দিয়েছিল।
আর তা মানা না হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকিও দেয় তারা বলেও তিনি এদিন জানান। জগন্নাথ বাবু আরও জানান, এর আগে পাঁচবার তাঁকে সিআইডির গোয়েন্দারা জেরা করলেও তাঁরা নতুন কোন সূত্র খুঁজে পাননি।
আরও পড়ুনঃ বিজেপির সমালোচনায় সরব তৃণমূল
শুধু তাই নয়, বিগত পাঁচ বারে তাঁকে সিআইডির গোয়েন্দাদের তরফে নুতন কোন তথ্য জানতে প্রশ্ন করা হয়নি। একই প্রশ্ন বারবার তাঁকে করা হচ্ছে। এছাড়াও, হেনস্থা ও হয়রানি করতে ঘন্টার পর ঘন্টা সিআইডির সদরদপ্তর ভবানী ভবনে বসিয়ে রেখে দেওয়া হচ্ছে।
২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় দুষ্কৃতীর গুলিতে খুন হন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। আর ওই ঘটনার পরপরই পুলিশের তরফে বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায় সহ চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যদিও জগন্নাথবাবুর দাবি, তার নাম এফআইআরেও নেই। অকারণে রাজনৈতিক উদ্দেশ্যে এবং তৃণমূলের নির্দেশে তাকে হেনস্থা করছে সিআইডি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584