বিধায়ক খুনে ভবানীভবনে মুকুল রায়কে ৩ ঘন্টা জেরা সিবিয়াইয়ের

0
21

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বছরখানেক আগে সরস্বতী পুজোয় বাড়ির কাছের এক মণ্ডপে গিয়ে খুন হতে হয়েছিল নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। সেই খুনের মামলায় ৫ জন ধরা পড়লেও মাস্টারমাইন্ড হিসেবে আগেই নাম জড়িয়েছিল বিজেপি নেতা মুকুল রায়ের। বৃহস্পতিবার সেই মামলায় মুকুলবাবুকে ভবানীভবনে টানা ৩ ঘন্টা ১০ মিনিট জেরা করল সিআইডি।

mukul roy | newsfront.co
ছবিঃ ইণ্ডিয়া টু ডে

সূত্রের খবর, এদিন সকাল ১০ টা ৪০ মিনিট নাগাদ ভবানী ভবনে পৌঁছন বিজেপি নেতা মুকুল রায়। বেলা ১ টা ৫০ মিনিট নাগাদ ভবানী ভবন থেকে বেরোন তিনি।এর আগেও সিআইডির পক্ষ থেকে ডাকা হয়েছিল মুকুলবাবুকে। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এদিন তিনি প্রথম হাজিরা দিলেন ভবানী ভবনে।
প্রসঙ্গত, ২০১৯ সালে সরস্বতী পুজোর আগের রাতে বাড়ির কাছেই একটি পুজো মণ্ডপে গিয়েছিলেন তরুণ বিধায়ক সত্যজিৎ।

আরও পড়ুনঃ ব্রেকিং নিউজঃকরোনা সংক্রমণে ভারতে প্রথম মৃত্যু

সেখানেই তাঁকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। ওই মামলায় নদিয়া জেলা পুলিশ মুকুল রায়ের বিরুদ্ধে মামলা রুজু করে। মামলা হয়েছে রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধেও।
সত্যজিৎ খুনের মামলায় হাইকোর্টে আগেই আগাম জামিন পেয়েছিলেন মুকুলবাবু। তবে আদালতের নির্দেশে তাঁর নদিয়া জেলায় ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। এই সময়ের মধ্যে একাধিক মামলায় নাম জড়িয়েছে মুকুলবাবুর।

এদিন ভবানী ভবন থেকে বেরিয়ে মুকুলবাবু বলেন, “সিআইডি বা সিবিআই ডাকলে আমি পালিয়ে যাই না। তবে আমি মনে করি সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here