শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ
লোকসভা ভোটের আগে ২০১৯ সালে সরস্বতী পুজোর আগের রাতে আচমকাই খুন হতে হয়েছিল নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। সেই খুনের মামলায় বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিআইডি।
শনিবার নদিয়ার রানাঘাট আদালতে পেশ করা চার্জশিটে মুকুলের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ এনেছে সিআইডি। যদিও রাজ্যের পুলিশ মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই তার নাম চার্জশিটে যোগ করা হয়েছে বলে অভিযোগ মুকুল রায়ের।
২০১৯ সালের ৯ ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর আগের রাতে নদিয়ার হাঁসখালিতে নিজের বাড়ির কাছেই গুলিতে খুন হয়েছিলেন সত্যজিৎ। ওই মামলায় সিআইডি পাঁচ জনকে গ্রেফতার করেছিল। গত বছর ১৪ জুন তিন জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়, প্রমাণাভাবে নিষ্কৃতি পান দু’জন।
আরও পড়ুনঃ শুভেন্দু কী করবেন তা দু-তিন দিনের মধ্যে বোঝা যাবে! প্রতিক্রিয়া মুকুলের
এফআইআর-এ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং মুকুলের নাম ‘সন্দেহভাজন’ হিসেবে থাকলেও প্রথম চার্জশিটে তা ছিল না। কিন্তু আচমকাই শনিবার রানাঘাটে পেশ করা চার্জশিটে নাম উঠে আসে মুকুল রায়ের।
আরও পড়ুনঃ সারদা কাণ্ডে ৬ প্রভাবশালীর নাম ফাঁস করে মোদী-মমতাকে চিঠি জেলবন্দি সুদীপ্ত সেনের
তার বিরুদ্ধে সিআইঅডি-র চার্জশিট দেওয়া প্রসঙ্গে মুকুল বলেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রী কে? চার্জশিটে নাম দিচ্ছে কে? দফতরের মন্ত্রী কে? জিজ্ঞাসা করুন এই রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম কি? তিনি জানেন না এই ঘটনায় কারা যুক্ত? তারই নির্দেশে, তারই অঙ্গুলিহেলনে যদি আমার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়, তবে এটা একটা বড় হাস্যকর ব্যাপার।’’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584