এবার আত্মহত্যা মামলায় অর্ণবের বিরুদ্ধে সিআইডি তদন্ত

0
438

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সংগৃহীত

পালঘর ভিড় হত্যা ও মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে শ্রমিকদের প্রতিবাদ নিয়ে বিতর্কিত টিভি শো করে পুলিশি তদন্তের মুখোমুখি হওয়ার পর এবার দু বছর আগের এক আত্মহত্যা মামলায় ফের তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী।

রায়গড় পুলিশ গত বছর সেই মামলা বন্ধ করে দেয়। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ও এনসিপি নেতা অনীল দেশমুখ দু’বছর আগের সেই আত্মহত্যা মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন।

অনীল দেশমুখ টুইটারে জানান যে আত্মহত্যাকারী অনভয় নাইকের কন্যার অনুরোধে সেই আত্মহত্যা মামলার পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি এ ব্যাপারে পুনরায় তদন্ত করে দেখবে।

রিপাবলিক টিভি কাছে প্রাপ্য টাকা না পেয়ে অনভয় নাইক নামক এক ডিজাইনার সংস্থার মালিক ও তার মা  আত্মহত্যা করেন বলে অভিযোগ। অনভয় নাইকের মেয়ে অভিযোগ করেন যে তার বাবা প্রাপ্য ৮৩ লক্ষ টাকা না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হন। মৃত্যুর সময় অনভয় একটি সুইসাইড নোটে সে কথা উল্লেখ করে যান বলেও তার দাবি। পরে পুলিশে অভিযোগ করলেও প্রমাণের অভাবে সেই মামলা বন্ধ হয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here