নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দেশে মাদক দ্রব্য তথা সিগারেট, বিড়ি থেকে গুটখা বন্ধের নির্দেশ অনেক দিন আগেই দিয়েছিল কেন্দ্র সরকার। তবে দেশের বেশ কিছু রাজ্যে এখনও রমরমিয়ে চলছে এই দ্রব্যগুলো। এবার সেই সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে সিগারেট, বিড়ির পাশাপাশি গুটখা চিবিয়ে যত্রতত্র থুতুও ফেলছে নেশাড়ুরা। আর করোনা পরিস্থিতির মধ্যে উত্তর দিনাজপুর জেলার প্রায় সর্বত্রই এই দৃশ্য দেখা দেওয়ায় আতংকিত বাসিন্দারা।
তবে এ বিষয়ে নেশাড়ুদের কোনও হেলদোল নেই বলেই অভিযোগ স্থানীয়দের। এদিকে, জেলার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফে ব্যবসায়ীদের গুটখা বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। তারপরেও এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা গুটখা বিক্রি করে চলছে বলে খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ দিনহাটায় তৃণমূল জনপ্রতিনিধির বাড়িতে ডাকাতি, মজুত মদ নিয়ে চম্পট দুষ্কৃতীদের
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584