সিনেমা হল চালু হচ্ছে সৌদি আরবে

0
186

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:-

সৌদি আরবের মানুষজন হলে গিয়ে সর্বশেষ সিনেমা দেখেছে গত শতাব্দীর সত্তরের দশকে।  গত ৩৫ বছর ধরে সেখানে কোনো সিনেমা হল ছিল না।

ছবি সৌজন্য- এএফপি
ছবি সৌজন্য- এএফপি

তবে সম্প্রতি সিনেমা হলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের রাজ পরিবার। সৌদি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সলমনের প্রভাবেই এই প্রচেষ্টা।তিনি মার্কিন বিনিয়োগ আকর্ষণেরও চেষ্টা চালাচ্ছেন ।

বিবিসি সূত্রে জানা গেছে, দীর্ঘ বিরতির পর আগামী ১৮ এপ্রিল রিয়াধে চালু হচ্ছে দেশের প্রথম সিনেমা হল।

এছাড়া আগামী ৫ বছরে ১৫টি শহরে ৪০টি সিনেমা হল চালু করার সিদ্ধান্ত রয়েছে। এ জন্য বিশ্বের সবচেয়ে বড় সিনেমা হল চেইন অ্যামেরিকান মুভি ক্লাসিকস বা এএমসির সাথে চুক্তিও করা হয়েছে। বিনোদনের নানা উৎসে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত।
আগামী পাঁচ বছরে বিনোদন খাতে হাজার হাজার কোটি ডলার খরচ করবে সৌদি আরব নিজেও। সৌদিরা, বিনোদনে দেশেই নিজেদের টাকা খরচ করুক সেটিও একটি উদ্দেশ্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here