নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
একাত্তরের বাংলাদেশ মুক্তিযুদ্ধের উপর সিনেমা করছেন পরিচালক সৌমেন মৈত্র।আগামী ফেব্রুয়ারী মাসে ভাষা শহীদ দিবসের সময়কাল তা মুক্তি পাবে।সোমবার মেদিনীপুর শহরে এক সাংবাদিক সম্মেলনে ওই ঘোষণা করেছেন খোদ পরিচালক নিজেই।
মেদিনীপুর শহরে তিনদিনব্যাপী পশ্চিম মেদিনীপুর ফটোগ্রাফী সোসাইটির উদ্যোগে আয়োজিত চিত্র প্রদর্শনী ও ট্যালেন্ট শোয়ের বিচারক হিসেবে এসেছেন সৌমেনবাবু।সেখানেই তিনি তার ছবি ‘৭১–ব্রোকেন লাইনস’ প্রমোশনের জন্য সাংবাদিক সম্মেলন করেছেন।যে ছবিতে কলকাতার সৌরভ রায়, লহরী চক্রবর্ত্তী, সৌমিত্র ঘোষের মতো অভিনেতাদের পাশাপাশি মেদিনীপুরের সুশীল শিকারিয়াও অভিনয় করছেন। দেবাশিষ মিত্রের প্রযোজনায় প্রায় ৯০ মিনিটের ওই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে পূর্ব পাকিস্তান থেকে মুক্তিলাভের জন্য মুক্তিযোদ্ধাদের সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে।”পুরনো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে” এই পুরনো স্মৃতিকে আবার নুতন করে সেলুলয়েড এর মাধ্যমে আজকের নেক্সট জেনারেশনের কাছে তুলে ধরা হয়েছে। আজকের হাইটেক যুগের নুতন প্রজন্ম বুঝতে পারবে তখনকার দিনের ঘরছাড়া মানুষের কষ্টার্জিত জয়।
আরও পড়ুন: আগ্নেয়াস্ত্র সহ ধৃত এক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584