‘সিনেমার সমাবর্তন ২০২০’ অনুষ্ঠানে এক নজরে দেখে নিন সেরার সেরা

0
84

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

১২ জানুয়ারী, রবিবার প্রিয়া সিনেমায় অনুষ্ঠিত হল ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত ‘সিনেমার সমাবর্তন ২০২০’। এবছর সিনেমার সমাবর্তন-এর থিম ছিল সান্তাক্লজ। এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের একঝাঁক তারকা। এই অনুষ্ঠানে পুরস্কার পেলেন সেরার সেরা’রা। এদিন ডব্লিউবিএফজেএ-র তরফ থেকে জীবনকৃতি সম্মান দেওয়া হল বিখ্যাত প্রবীণ চিত্রগ্রাহক সৌমেন্দু রায়-কে।

সংবর্ধনা। ছবিঃ প্রকাশ পাইন

সিনেমার ২৫টি বিভাগে সেরা পুরস্কার পেলেন চলচ্চিত্র জগতের কলাকুশলীরা। সাংবাদিক ও ফিল্ম সমালোচকদের বিচারে সেরা পুরস্কার যারা পেলেন তারা হলেন,

১) সেরা বাংলা ছবি- নগরকীর্তন

ছবিঃ প্রকাশ পাইন

২) সেরা পরিচালক- কৌশিক গাঙ্গুলি (নগরকীর্তন)

ছবিঃ প্রকাশ পাইন

৩) সেরা অভিনেতা- ঋদ্ধি সেন (নগরকীর্তন)

ছবিঃ প্রকাশ পাইন

৪) সেরা অভিনেত্রী- শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা)

ছবিঃ প্রকাশ পাইন

৫) সেরা সহযোগী অভিনেতা- রুদ্রনীল ঘোষ (কেদারা)

ছবিঃ প্রকাশ পাইন

৬) সেরা সহযোগী অভিনেত্রী- সুদীপ্তা চক্রবর্তী (জ্যেষ্ঠপুত্র) ও লিলি চক্রবর্তী(সাঁঝবাতি)

ছবিঃ প্রকাশ পাইন

৭) সেরা নবাগত পরিচালক- ইন্দ্রদীপ দাশগুপ্ত (কেদারা)

ছবিঃ প্রকাশ পাইন

৮) সেরা নবাগত অভিনেতা- সায়ন ঘোষ (রাজলক্ষ্মী ও শ্রীকান্ত) ও সুপ্রভাত দাস (ফাইনালি ভালোবাসা)

ছবিঃ প্রকাশ পাইন

৯) সেরা নবাগতা অভিনেত্রী- তুহিনা দাস (ঘরে বাইরে আজ)

ছবিঃ প্রকাশ পাইন

১০) সবচেয়ে জনপ্রিয় ছবি- দুর্গেশগড়ের গুপ্তধন

ছবিঃ প্রকাশ পাইন

১১) সবচেয়ে জনপ্রিয় অভিনেতা- দেব (সাঁঝবাতি) ও প্রসেনজিৎ চ্যাটার্জি (গুমনামি)

ছবিঃ প্রকাশ পাইন

১২) সেরা খলনায়ক- ঋত্বিক চক্রবর্তী (ভিঞ্চিদা)

ছবিঃ প্রকাশ পাইন

১৩) সেরা কমিক রোল- অনির্বাণ ভট্টাচার্য (বিবাহ অভিযান)

ছবিঃ প্রকাশ পাইন

১৪) সেরা চিত্রনাট্য- কৌশিক গাঙ্গুলি (নগরকীর্তন)

ছবিঃ প্রকাশ পাইন

১৫) সেরা সিনেমাটোগ্রাফার- শুভঙ্কর ভড় (কেদারা)

ছবিঃ প্রকাশ পাইন

১৬) সেরা সম্পাদক- শুভজিৎ সিংহ (নগরকীর্তন)

ছবিঃ প্রকাশ পাইন

১৭) সেরা আর্ট ডিরেক্টর- শিবাজি পাল (গুমনামি)

ছবিঃ প্রকাশ পাইন

১৮) সেরা সাউন্ড ডিজাইনার- অনিন্দিত রায় এবং অদীপ সিং মনকি (দুর্গেশগড়ের গুপ্তধন)

ছবিঃ প্রকাশ পাইন

১৯) সেরা কস্টিউম- গোবিন্দ মণ্ডল (নগরকীর্তন)

ছবিঃ প্রকাশ পাইন

২০) সেরা মেক আপ- রাম চন্দ্র রজক (নগরকীর্তন)

২১) সেরা সঙ্গীত পরিচালক- অনুপম রায় এবং প্রসেন (শাহজাহান রিজেন্সি)

২২) সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- প্রবুদ্ধ ব্যানার্জি (নগরকীর্তন), দেবজ্যোতি মিশ্র (রবিবার)

২৩) সেরা পুরুষ কণ্ঠশিল্পী- অনির্বাণ ভট্টাচার্য (গান- কিচ্ছু চাইনি আমি। ছবি- শাহজাহান রিজেন্সি) এবং তিমির বিশ্বাস (গান- আমার ভুল হয়ে গেছে প্রিয়। ছবি- রাজলক্ষ্মী ও শ্রীকান্ত)।

২৪) সেরা মহিলা কণ্ঠশিল্পী- লগ্নজিতা চক্রবর্তী (প্রেমে পড়া বারণ। ছবি- সোয়েটার)

২৫) সেরা গীতিকার – দীপাংশু আচার্য (কিচ্ছু চাইনি আমি। ছবি- শাহজাহান রিজেন্সি)

সেরা অভিনেতা অভিনেত্রীর পুরস্কার পেয়েই ট্যুইটারে সেই ছবি পোস্ট করেন ঋদ্ধি সেন, শুভশ্রী গাঙ্গুলী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here