বড়ঞার বিধায়কের কাছে ১৩ দফা দাবী পেশ করল স্বেচ্ছাসেবী সংস্থা সিনি

0
107

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ 

আজ বড়ঞার বিধায়ক শ্রী জীবন কৃষ্ণ সাহার কাছে Cini-র peer leader রা তাদের ১৩দফা দাবি পেশ করেন। আজকের এই দাবি গুলোর মধ্যে অন্যতম ছিল প্রতি পঞ্চায়েত স্তরে প্রতিনিয়ত বেড়ে চলা বাল্যবিবাহ নিবারণের জন্য সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন। বিদ্যালয়ের দেওয়ালে বাল্যবিবাহ, শিশু পাচার, স্কুল ছুট প্রতিরোধের বার্তা বহনকারী দেওয়াল লিখন। এছাড়াও ছিল অপুষ্টিজনিত কারনে ঝুঁকি সম্পন্ন মা ও শিশুদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার অনুরোধ।

CINI
নিজস্ব চিত্র

তাদের ১৩ দফা দাবিতে আরো ছিল, বিশেষ যত্নশীল শিশুদের জন্য ও শিশুশ্রমিকদের পরিবারের জন্য প্রতি পঞ্চায়েতের পক্ষ থেকে কিছু সহায়তা দানের অনুরোধ।

campaign
নিজস্ব চিত্র

এই বিবিধ ১৩দফা দাবি নিয়ে আজ Cini-র এই peer leader রা charter of demand এর একটি অনুরোধ পত্র বিধায়কেের হাতে তুলে দেন । Cini র প্রতিনিধি হিসেবে সম্বীত সিনহা কিশোরীদের সাথে এই কর্মসূচীতে হাজির ছিলেন।

আরও পড়ুনঃ রাজ্যে বাড়লো বিধিনিষেধ, একই সঙ্গে ঘোষণা ‘দুয়ারে সরকার’ কর্মসূচির পরিবর্তিত সময়ের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here