খরচ কমাতে নতুন নিয়োগ সংক্রান্ত জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দফতর

0
414

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনা ও আমপানের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বাংলা। সামাল দিতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। ২০২১-এ আবার বিধানসভা নির্বাচন। সব মিলিয়ে তাই এবার আয় বুঝে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন৷ খরচ কমাতে গিয়ে এবার নতুন নিয়োগ সংক্রান্ত জোড়া বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য অর্থ দফতর৷ এ বছরের ২ এপ্রিল রাজ্য সরকারের তরফে জোড়া বিজ্ঞপ্তি জারি করা হয়৷

Nabanna | newsfront.co
ফাইল চিত্র

গত ২৯ জুলাই রাজ্য অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি ২০৬৯-এফ(ওয়াই) জারি করে বলা হয়, গত ২ এপ্রিল যে বিজ্ঞপ্তি ১৪৯১-এফ(ওয়াই) জারি করা হয়েছিল, তার মেয়াদ আরও বাড়ানো হচ্ছে৷ ২৯ জুলাই নতুন বিজ্ঞপ্তি ২০৬৯-এফ(ওয়াই) দিয়ে জানিয়ে দেওয়া হয়, ১৪৯১-এফ(ওয়াই) নম্বরের এই বিজ্ঞপ্তিটি আগামী ৩০ সেপ্টেম্বর অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কার্যকর থাকবে৷ ততদিন পর্যন্ত অর্থ দফতরের অনুমতি না নিয়ে কোনও নিয়োগ করা যাবে না৷ যা আগে ছিল ৩০ জুন পর্যন্ত৷

আরও পড়ুনঃ প্রয়াত করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক সমরেশ দাস

নবান্নের এই বিজ্ঞপ্তি চাকরিপ্রর্থীদের কাছে বড়সড় ধাক্কা। সেই সঙ্গে এই বিজ্ঞপ্তি ঘিরে বেশ কিছু প্রশ্নও উঠে এসেছে। ৩০ সেপ্টেম্বর বা তার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাহলে রাজ্য সরকারি দফতরে কোনও নিয়োগ হবে না? করোনা পরিস্থিতি তৈরির আগে চলা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে গেলেও কি অর্থ দফতরের অনুমতি নিতে হবে? তাহলে কি গোটা প্রক্রিয়া আরও জটিল হবে?

আরও পড়ুনঃ সূচি মেনেই হবে জেইই-নিট, পরীক্ষা স্থগিতাদেশের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

২১ জুলাই দলীয় ভার্চুয়াল সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানান, বাংলার মা-মাটি-মানুষের সরকার ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থান তৈরি করে দিয়েছে৷ তাঁর ইচ্ছে ছিল, এবার সমস্ত নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলার৷ কিন্তু, করোনার কারণে এই মুহূর্তে তা সম্ভব হচ্ছে না৷ তবে, আগামী দিনে নতুন নীতি নির্ধারণ করে বাংলার চাকরিপ্রার্থীদের দিকটিও তিনি দেখবেন বলে আশ্বাস দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here