নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
ঘটা করে দক্ষিণ দিনাজপুর জেলা নির্মল জেলা হিসাবে স্বঘোষনা করলেও দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের স্বপ্না মহন্ত(বর্মণ)-এর পরিবারকে বাধ্য হয়ে কখনো কখনো মাঠে ঘাটে আবার কখনো কখনো বালুরঘাট বাসস্ট্যান্ডে পায়খানা করতে আসতে হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভা সংলগ্ন ৬নং ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর এলাকার বাসিন্দা স্বপ্না মহন্ত(বর্মণ) পেশায় কাপড়ের ফেরিওয়ালা।
স্বপ্না মহন্ত(বর্মণ)-এর তার স্বামী সহ ২ মেয়েকে নিয়ে এই হোসেনপুর এলাকার বাড়িতে বসবাস করেন দীর্ঘদিন ধরে। নিজের বাড়িতে পায়খানা না থাকায় কারনে স্বপ্না মহন্ত(বর্মণ)-এর পরিবারের সদস্যদের প্রথমদিকে পায়খানা করতে মাঠে ঘাটে যেতে হত। বর্তমানে বাড়ির মেয়েদের সম্মান রক্ষার জন্য স্বপ্নার পরিবারের সদস্যরা তাদের হোসেনপুর এলাকার বাড়ি থেকে প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করে বালুরঘাট বাসস্ট্যান্ডে থাকা পায়খানা করতে বাধ্য হচ্ছে। স্বপ্না মহন্ত(বর্মণ)-এর অভিযোগ করে বলেন আমার সমস্যা হচ্ছে আমার পায়খানা নেই। এর আগে পায়খানা বানানোর জন্য টাকা দিয়েছিলাম লিস্টে নাম না থাকার জন্য টাকা ফেরৎ দিয়ে দিয়েছে। তিনি এও বলেন আমরা টাকা দিয়ে বাসস্ট্যান্ডে পায়খানা করছি। ঘটনায় রাজ্য সরকারের নির্মল বাংলা গড়ার প্রচেষ্টা প্রশ্নের মুখে বলে মনে করছেন বালুরঘাটের অধিকাংশ বাসিন্দারা। হোসেনপুর সংসদের পঞ্চায়েত সদস্য সুজন দাস বলেন পায়খানার সার্ভে লিস্টে নাম না থাকার জন্য স্বপ্না মহন্ত(বর্মণ) পায়খানা পাচ্ছে না। পাশাপাশি তিনি এও জানান কয়েকদিনের মধ্যে আবার সার্ভে শুরু হবে এবং তিনি এই বিষয়ে বিডিও-র সাথে কথা বলেছেন ও সেই সঙ্গে ঐ পরিবারকে পায়খানা প্রদানের অশ্বাস এদিন দেন সুজন দাস।
আরও পড়ুনঃ পরিকাঠামোর সীমাবদ্ধতা জয় করে চিকিৎসকের চেষ্টায় প্রাণ ফিরে পেল মরনাপন্ন রুগী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584