বর্ধমান রেল স্টেশনের ওভার ব্রিজের সুস্বাস্থ্য সত্ত্বেও আশঙ্কিত নাগরিক

0
235

শ্যামল রায়,বর্ধমানঃ

একের পর এক সেতুর দুর্ঘটনাকে কেন্দ্র করে যাত্রী সাধারণ চিন্তিত।
পূর্ব বর্ধমান জেলা বর্ধমান রেল স্টেশনের উপর দিয়ে একটি ওভার ব্রিজ রয়েছে। এই সেতুটি ষাট বছর আগে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।সেতুর স্বাস্থ্য কি পর্যায় আছে এ প্রসঙ্গে জেলা প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে যে ব্রীজের অবস্থা অনেকটাই ভালো।তবে বেশি ভারী যানবাহন চলাচলের উপরে পুলিশ সতর্ক নজর রাখছে।

এই ওভার ব্রিজ ঘিরেই আশঙ্কিত জনসাধারণ।নিজস্ব চিত্র

এই ওভারব্রিজের নিচ দিয়ে রয়েছে রেলপথ। উত্তরবঙ্গের সাথে যোগাযোগ করার জন্য বহু ট্রেন এই পথে যাতায়াত করে থাকে। এছাড়াও রাজধানী এক্সপ্রেস সহ একাধিক এক্সপ্রেস যাতায়াত করে থাকে বর্ধমানে দিয়ে।তাই যাত্রী সাধারণ আশঙ্কা করছেন এই ব্রিজের অবস্থা যদি সত্যি বেহাল হয়ে পড়ে তাহলে তো চিন্তার কারণ।
যদিও ইতিমধ্যে এই বর্ধমান রেলস্টেশন থেকে  ব্রিজের পাশ দিয়ে আরেকটি নতুন ব্রিজের কাজ শুরু হয়েছে।নতুন ব্রিজের কাজ প্রায় শেষের মুখে।
এর মধ্যেও অনেকে এই ব্রিজ দিয়ে যাতায়াত করছেন তারা ভয় স্তম্ভিত।কখন যেন কী ঘটে।অথচ এই পথে বর্ধমান থেকে উত্তরবঙ্গের একাধিক বাস এবং নদীয়া বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম কাটোয়া কালনা নবদ্বীপ বহু রুটের বাস যাতায়াত করে থাকে।এছাড়া রয়েছে ব্যাপক ছোট-বড় যানবাহন।
যাত্রীসাধারণ আশঙ্কা প্রকাশ করছে চারিদিক যেভাবে সেতু ভেঙে পড়ছে সেরকম দুর্ঘটনা ঘটবে না তো বর্ধমান ওভার ব্রিজকে কেন্দ্র করে।তবে প্রশাসন জানিয়ে দিয়েছে সেতুর অবস্থান অনেকটাই ভালো।নতুন সেতু যেভাবে কাজ চলছে তাতে খুব তাড়াতাড়ি আমরা আশা প্রকাশ করছি নতুন সেতুটি চালু হলে এই আশঙ্কা থাকবে না যাত্রীদের মধ্যে।

আরও পড়ুনঃ ট্রাক্টর যাওয়া নিয়ে সংর্ঘষে মৃত এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here