সিএএ বিক্ষোভকালীন পরিস্থিতিতে একতাই বল, মনে করেন অমর্ত্য

0
107

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদে নামতে হলে একজোট হয়েই সবাইকে নামতে হবে। একতাই বল– এই আদিম প্রবাদকেই সমসাময়িক এবং সত্য বলে মনে করছেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

Amartya Sen | newsfront.co
অমর্ত্য সেন। চিত্র সৌজন্যঃ দ্য ওয়্যার

গতকাল কংগ্রেসের আহ্বানে সংশোধিত নাগরিকত্ব আইন, এনপিআর সংক্রান্ত বৈঠক এড়িয়ে গেছে বেশ কিছু আঞ্চলিক দল। সে বিষয়েই অমর্ত্য সেন বলেন, “যদি ঐক্য না হয়, কোনও প্রতিবাদ-আন্দোলনই কাজে আসবে না”।

আরও পড়ুনঃ ফালাকাটা বিধানসভার উপনির্বাচনের দলীয় প্রস্তুতি শুরু

দেশ জোড়া বিক্ষোভের মধ্যে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির ডাকে সিএএ-এনপিআর-এনআরসি সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বৈঠকে বসেছিল বিরোধীরা। কিন্তু তাতে যোগ দেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিএসপি নেত্রী মায়াবতী সহ আরও কয়েকটি বিরোধী দলের প্রধানরা।

এ বিষয়ে সাংবাদিক বৈঠকে অমর্ত্য সেন বলেন এরকম একটা রাজনৈতিক চাপানউতোরের সময়ে একত্রিত হয়ে প্রতিবাদ না করলে লক্ষ্য থেকে সরে পড়ব আমরা। এ সময়ে অপেক্ষাকৃত লঘু রাজনৈতিক রাজনৈতিক বিরোধগুলোকে বড় করে না দেখলেই ভাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here