মন্ত্রিসভার অনুমোদনে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হচ্ছে আগামী সপ্তাহেই

0
87

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

এনআরসি নিয়ে আতঙ্ক না কমলেও নানা প্রশ্ন তুলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পেল নাগরিকত্ব সংশোধনী বিল। সংসদের শীতকালীন অধিবেশন এখন শেষের দিকে, আর তাই সরকারের লক্ষ্য নাগরিকত্ব সংশোধনী বিল পাস করা।

Citizenship Amendment Bill will pass in next week | newsfront.co
সংবাদ চিত্র।

সূত্রের খবর, সরকার আগামী সপ্তাহেই এই বিল পেশ করতে চলেছে। যদিও উত্তরপূর্বের রাজ্যগুলিতে এই বিলের লাগাতার বিরোধিতা হয়ে আসছে। সরকার অবশ্য জানাচ্ছে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ভারতে এসে অবৈধভাবে থাকা নাগরিকদেরও নাগরিকত্ব দিতে পারে। শর্ত, মুসলিম হওয়া যাবে না। যদিও কংগ্রেস এই বিলটিকে অসংবিধানিক বলেই মনে করছে। বিরোধীদের মতে এই বিল ভারতীয় সংস্কৃতির শিকড় উপড়ে ফেলবে।

উল্লেখ্য, এই নাগরিক সংশোধনী বিল পাস হলে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দু বা অন্য সম্প্রদায়ের মানুষজন নাগরিকত্ব পাবেন। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের বৈধতা দেওয়া হবে। তবে বাদ পড়বে মুসলিম সম্প্রদায়।

আরও পড়ুনঃ সহকর্মীদের গুলি করে নিজে আত্মঘাতী হলেন আইটিবিপি-র জওয়ান

বিরোধী দল তৃণমূল কংগ্রেস অবশ্য মনে করছে, মুসলিম ছাড়া অসমের যে সমস্ত বাসিন্দারা নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছেন তাদের পুনরায় নাগরিক তালিকাতে ঠাঁই দেওয়ার জন্য সরকারের এই বিল পাসের এত হুড়োহুড়ি।

তৃণমূল নেতা সৌগত রায়ের বক্তব্য, “আমরা নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিরুদ্ধে। এটি সংবিধান বিরোধী বিল। এনআরসি নিয়ে যে পরিমাণে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তাকে ধামাচাপা দেওয়ার জন্যই সরকার এই বিল আনার প্রস্তুতি করছে।” অন্যদিকে মিজোরামের রাজ্যসভা সাংসদ রোনাল্ড লাসও জানাচ্ছেন যে ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার বিষয়টি অনৈতিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here